পথের পাঁচালির স্রষ্টা বিভূতিভূষণ আগেই চলে গিয়েছেন। তারপর একে একে চলে গিয়েছেন সত্যজিৎ রায়। হরিহর, সর্বজয়ারাও অতীত। এবার চলে গেলেন দুর্গা। প্রয়াত হলেন উমা দাশগুপ্ত। কালজয়ী পথের পাঁচালি সিনেমায় তিনি অভিনয় করেছিলেন দুর্গার চরিত্রে। সোমবার সকালে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উমাদেবী।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। উমাদেবী যে আবাসনে থাকতেন সেই একই আবাসনে থাকেন অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ। অভিনেত্রীর প্রয়াণের খবর নিশ্চিত করে শোকপ্রকাশ করেছেন তিনি।

শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। যে স্কুলে পড়তেন, সেখানকার প্রধানশিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। আর সেই শিক্ষকের সুবাদেই মাণিকবাবু আবিষ্কার করেছিলেন ‘পথের পাঁচালি’র দুর্গা উমা দাশগুপ্তকে। সিনেপর্দায় দুর্গার মৃত্যু শুধু অপুর মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল তাই নয়, দুর্গার মৃত্যু কাঁদিয়েছিল আপামর দর্শককূলকেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here