গোরখপুর থেকে বের হওয়া একটি ট্রেনে RPF নিয়মিত টহল দিচ্ছিল। রাত হওয়ায় একে একে কোচগুলো তল্লাশি করা হচ্ছিল। সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এক কোচ থেকে অন্য কোচে যাওয়ার সময় এক জওয়ান একটি টয়লেটের পাশে দিয়ে যাচ্ছিলেন।
এ সময় টয়লেট থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। দ্রুত চলতে চলতে RPF জওয়ানটি আগে এগিয়ে গেলেন, তবে শব্দ শুনে তিনি ফিরে এসে টয়লেটের দরজা কড়া নেড়ে দেখেন, কিন্তু দরজা খোলেনি। জওয়ানরা খুব কষ্টে দরজা খুলে ভিতরে গিয়ে যা দেখলেন, তাতে তারা অবাক হয়ে যান। এরপর তারা বিষয়টি RPF এবং রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়ে দেন। ঘটনাস্থলে পৌঁছানো কর্মকর্তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
ভারতীয় রেলওয়ে অপারেশন ‘নন্নে ফারিশত’ চালাচ্ছে যাতে পালিয়ে আসা বা অপহৃত শিশুদের উদ্ধার করা যায়। এর অধীনে RPF স্টেশনগুলোতে যাতায়াতকারী ট্রেন এবং স্টেশনগুলির তল্লাশি করে এবং যে সমস্ত শিশু উদ্ধার হয়, তাদের জেলা শিশু কল্যাণ কমিটিতে হস্তান্তর করা হয়।
পূর্বোত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ কর্মকর্তা পঙ্কজ কুমার সিং জানান, এই কর্মসূচির আওতায় পূর্বোত্তর রেলওয়ে ২০২৪ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত স্টেশন ও ট্রেন থেকে ৬৪৪ জন বিপদগ্রস্ত শিশু উদ্ধার করেছে।