তিনি তৃণমূল নেত্রী, লাইনে কেন দাঁড়াবেন? হাসপাতালে যাবেন, ডাক্তার দেখাবেন, চলে আসবেন। এই ঘটনা মেনে নিতে পারেননি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর হাসপাতালের এক চিকিৎসক। ফলে তাঁকে পড়তে হয়েছে ওই তৃণমূল নেত্রীর কোপের মুখে। নিজেকে নেত্রী দাবি করে রীতিমত হুঁশিয়ারি দিয়ে কর্তব্যরত চিকিৎসককে  ‘স্বঘোষিত তৃণমূলী’ বলেছেন, ‘‘তোর চাকরি খেয়ে নেব।’’

নেত্রীর নাম মুনমুন মোল্লা। স্থানীয় সূত্রের খবর, তিনি জয়নগরের বামুনের চক এলাকার বাসিন্দা। এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী বলেই তিনি পরিচিত। স্থানীয় বেশ কয়েক জন যুবককে সঙ্গে নিয়ে মঙ্গলবার সকালে বারুইপুর মহকুমা হাসপাতালে ঢোকেন যুবতী। ওই যুবকদের চাকরির পরীক্ষার জন্য প্রয়োজন ছিল চিকিৎসকের শংসাপত্রের। অভিযোগ, হাসপাতালে ঢুকেই মুনমুন দাবি করেন, তিনি যাঁদের নিয়ে এসেছেন, তাঁদের সবাইকে আগে ‘ফিট সার্টিফিকেট’ দিতে হবে। তখন অভিজিৎ নস্কর নামে এক চিকিৎসক রোগী দেখছিলেন। তিনি লাইনে দাঁড়াতে বলেন ওই মহিলাকে। তাতেই চটে যান মহিলা।

ওই চিকিৎসকের কথায়, ‘‘অন্যান্য দিন ওপিডিতে যেমন ভিড় থাকে, আজও ছিল। রোগী দেখছিলাম। তখনই ওই মহিলা এসে ‘ফিটনেস সার্টিফিকেট’ দিতে বলেন। আমি অপেক্ষা করতে বলায় উনি জানান, আমার চাকরি খেয়ে নেবেন। আমি বললাম, আপনি যা পারেন করুন। ডাকুন, আপনার কোন নেতাকে ডাকবেন। চাকরি গেলে যাবে।’’ ওই সময় উপস্থিত রোগীরা মহিলার এই ব্যবহারের প্রতিবাদ জানান। তাঁদেরই কেউ থানায় খবর দিয়েছিলেন। পরে বারুইপুর থানার পুলিশ এসে অভিযুক্তাকে আটক করে নিয়ে যান। চিকিৎসক জানিয়েছেন, তাঁরাও একটি লিখিত অভিযোগ করেছেন থানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here