‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযানে বিক্ষোভকারীদের ছোড়া ইট এসে সোজা লেগেছিল কলকাতা পুলিশের ট্র্যাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু আঘাত এতটাই গুরুতর যে কলকাতার শঙ্কর নেত্রালয়ে এখনও চিকিৎসাধীন দেবাশিস। পুলিশ সূত্রে খবর, চিকিৎসকেরা জানিয়েছেন, বাঁ চোখের দৃষ্টি হারাতে পারেন ওই সার্জেন্ট। দেবাশিসের সঙ্গে ওই গাড়িতে ছিলেন আরও দুই পুলিশকর্মী। আহত অবস্থায় তাঁদেরও চিকিৎসা চলছে।
দেবাশিস পূর্ব বিভাগের সাইবার সেলের ইনচার্জ। মঙ্গলবার নবান্ন অভিযানের জন্য ফারলং গেটে ডিউটি করছিলেন তিনি। আন্দোলন হিংসাত্মক আকার নিলে দেবাশিস-সহ কয়েক জন পুলিশ আধিকারিককে স্ট্র্যান্ড রোডের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
সেই সময়ই আক্রমণের মুখে পড়েন দেবাশিসরা। আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করতে থাকে। সেই সময় একটি ইট উড়ে এসে সোজা লাগে ট্র্যাফিক সার্জেন্টের বাঁ চোখে। দেবাশিসের সঙ্গে ছিলেন আরও দুই সার্জেন্ট অতনু রায়চৌধুরী এবং হোমগার্ড দেবাশিস কুণ্ডু। ওই তিন জনও আহত হয়েছেন। দেবাশিসের চোখ এবং নাকে আঘাত লেগেছে। তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।