বিতর্ক ভুলে সুরজিৎ লাহিড়ির হাত ধরে নতুন করে ঘুরে দাঁড়াতে চায় টাউন ক্লাব

ঐতিহ্যের টাউন ক্লাব। ইতিহাস যেন কথা বলে এই ক্লাবে।সাম্প্রতিক অতীতে ক্রমাগত একের পর এক ঘটনা, অভিযোগ-পাল্টা অভিযোগ, কাদা ছোড়াছুড়িতে টাউন ক্লাবের মর্যাদা যেন মাটিতে মিশে যাচ্ছে! টাউন ক্লাবের প্রাক্তন সচিব দেবব্রত দাস, যিনি বর্তমানে সিএবির সচিব পদে নির্বাসিত রয়েছেন, তাঁর বিরুদ্ধে কোটি–কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। টাউন ক্লাব বর্তমানে এই দেবব্রত দাস চালাচ্ছিলেন। কিন্তু এই ঘটনার পর টাউন ক্লাবের গা থেকে কালি তুলতে একেবারে যেন নতুন করেই সাজাতে শুরু করেছেন সুরজিৎ লাহিড়ী। তিনিই এখন ক্রিকেটের দায়িত্বে। তাঁকেই সাহায্য করে চলেছেন সভাপতি বিশাক কুমার ঘোষ। শুক্রবার হয়ে গেল ক্রিকেট মরশুমের জন্য টাউন ক্লাবের ক্রিকেটারদের সই। কোচ এরশাদ আহমেদ, টেকনিকাল ডিরেক্টর অভিক মিত্রদের প্রয়াসে নতুন ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে তৈরি হয়েছে দল। রাহুল প্রসাদ, অংকুর পাল , অব্লিন ঘোষ , শুভম সরকারের মত বাংলা দলের খেলোয়াড়রা খেলছে এবারে। বাংলা থেকে খেলোয়াড়রা জাতীয় দলে খেলবেন এটাই স্বপ্ন সুরজিৎ লাহিড়ীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here