সামনেই দুর্গাপুজো। তাই সকলেই এই সময়ে ত্বকের যত্নে একটু মাজা ঘষা করে নেন। বিশেষ করে রোদের যা তেজ ছাতা ছাড়া বেরোলে ট্যান পড়তে বাধ্য। আর সকলেই এই রোদে অফিস করেছেন। রোজকার দিন রাস্তায় বেরিয়েছেন।
আর গরমে যতই হোক ফুল হাতা জামা পরে থাকাও যায়না। রোদে পোড়া দাগ পুরো সৌন্দর্যকেই নষ্ট করে দেয়। ট্যান তুলতে অনেকেই পার্লারে ছোটেন। কিন্তু ফ্রিজে যদি টমেটো থাকে, তাহলে পার্লারের খরচ বেঁচে যায়।
ত্বকের যত্নে কীভাবে টমেটো ব্যবহার করবে, রইল টিপস।
টমেটো ও মধু:
মা-ঠাকুমাদের আমল থেকেই ত্বকের যত্নে টমেটোর ভূমিকা রয়েছে। বিশেষ করে টমেটোর সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। এবার এই ফেসপ্যাকটি মুখে মেখে নিন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
টমেটো ও লেবুর রস:
টমেটোর পেস্টের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বক থেকে ব্রণ ও দাগছোপ তুলে দেবে। কিন্তু সংবেদনশীল ত্বকে ভুলেও এই ফেসপ্যাক ব্যবহার করবেন না।
টমেটো ও টক দই:
টক দই ত্বক থেকে ট্যান তুলতে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। টমেটোর পেস্টের সঙ্গে টক দই ও এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ফিরবে ত্বকের হাল।