আর দু’দিন পরই দীপাবলি। ঘূর্নিঝড়ের ভ্রুকূটি উপেক্ষা করেও আলোর উৎসবে মেতে উঠেছেন মানুষ। এদিন কালীপুজোর পাশাপাশি লক্ষ্মী-গণেশেরও পুজো করা হয় বাড়িতে। আর লক্ষ্মীর আরাধনা করার সঙ্গে নির্দিষ্ট ভোগ প্রসাদ অত্যন্ত জরুরি। তাই দেখে নিন এদিন লক্ষ্মী-গণেশকে কী নৈবিদ্য দিলে তুষ্ট হবেন তাঁরা। বলা হয় এই খাবারগুলি ভোগের তালিকায় রাখলে জীবনে সমৃদ্ধির অভাব হয় না। দেখে নিন কী কী-

এদিনের পুজোয় থালায় বোঁদের লাড্ডু সাজিয়ে পুজো দিন। গণেশের খুব প্রিয় এই লাড্ডু। সেই সঙ্গে পুজোর থালায় কাজু বরফি ও বাতাসা সাজিয়ে দিতে হবে।

আটার হালুয়া মা লক্ষ্মীর খুবই প্রিয়। তাই এদিনের পুজোর ভোগে গুলাব জামুন, কাজু বরফি, বোঁজের লাড্ডু, বাতাসার পাশাপাশি রাখতে হবে আটার হালুয়া। সর্বোচ্চ ফল পেতে হলে এই ভোগগুলি লক্ষ্মী-গণেশের উদ্দেশ্যে নিবেদন করে ভোগ অর্পণ করতে হবে।

পুজোতে অবশ্যই দিতে হবে গুলাব জামুন। আর তাই প্লেটে গুলাব জমুন রাখতে ভুলবেন না। মা লক্ষ্মী তুষ্ট তো হবেনই তেমনই মনও ভরবে। সৌভাগ্যও দরজার গোড়ায় কড়া নাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here