আইএফএ সহ-সভাপতির ভাষা প্রয়োগকে ধিক্কার! BSL-কে কলঙ্কমুক্ত রাখতে পুলিশের দ্বারস্থ IFA

নিজস্ব প্রতিবেদন, কলকাতা, ৫ জানুয়ারি: বেঙ্গল সুপার লিগ (বিএসএল)-কে স্বচ্ছ রাখতে এবং ফুটবল মাঠে গড়াপেটার ছায়া যাতে না পড়ে সেই উদ্দেশ্যে কলকাতা পুলিশের শরণাপন্ন হতে চলেছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা (IFA)।

কলকাতা ফুটবলকে গড়পেটা মুক্ত করতে আইএফএ-র অনুরোধে দীর্ঘদিন ধরেই খেলার মাঠে নজর রাখছিল কলকাতা পুলিশ। এখনো তদন্ত প্রক্রিয়া চলছে, গড়াপেটের অভিযোগে গ্রেফতার হয়েছেন একাধিক। এরই মধ্যে এবার বিপিএলকে কলঙ্কমুক্ত করতে পুলিশের দ্বারস্থ হতে চলেছে বঙ্গ ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

সম্প্রতি সমাজমাধ্যমে আইএফএ-র সহ-সভাপতি সৌরভ পাল দাবি করেছেন, বিএসএল-এ ফিক্সিংয়ে’র ছায়া রয়েছে, পাশাপাশি প্রশ্ন তুলেছেন বিএসএল-র স্পনসর দাফা নিউজ নিয়েও। তবে, যে ভাষায় নিজের মতামত তিনি ব্যক্ত করেছেন এবং শ্রাচি স্পোর্টসের অন্যতম শীর্ষ আধিকারিক’কে আক্রমণ করেছেন তা শুধু কুরূচিকর নয়, ‘অসংবিধানিক’-ও বটে।

সোমবার আইএফএ দফতরে শ্রাচি স্পোর্টসে’র সেই আধিকারিক দেখা করেন সংস্থার সচিব অনির্বাণ দত্ত এবং সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনজনের মধ্যে দীর্ঘ বৈঠক চলে।

শ্রাচি স্পোর্টসের তমাল ঘোষালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বেঙ্গল সুপার লিগে ম্যাচ ফিক্সিং ও বেটিং-এর যে অভিযোগ তোলা হয়েছে তা আমাদের প্রতিষ্ঠান এবং আইএফএ-র ভাবমূর্তির পক্ষে হানিকর। আমরা আইএফএ’কে এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশি তদন্তের অনুরোধ করছি। যে দাফা নিউজ সম্পর্কে এত অভিযোগ সেই দাফা নিউজ ভারতে নিষিদ্ধ নয়। এটা একটা স্পোর্টস সংবাদ মাধ্যম। যে কেউ তাদের ওয়েবসাইটে গিয়ে সেটি যাচাই করে নিতে পারে।” পাশাপাশি তিনি আইএফএকে অনুরোধ করেছেন, সংস্থার সহ-সভাপতি’র কুরুচিপূর্ণ মন্তব্যে হস্তক্ষেপ করার জন্য। আইএফএ তিন সদস্যদের এই বৈঠকের পর যে প্রেস রিলিজ জারি করেছে তাতে লেখা রয়েছে, ‘সঠিক সভায় সংশ্লিষ্ট পদাধিকারীর ব্যবহার নিয়ে আলোচনা করা হবে।’

উল্লেখ্য, যে দাফা নিউজ নিয়ে আইএফএ-র সহ-সভাপতি সৌরভ পাল একের পর এক অভিযোগ তুলছেন, সেই দাফা নিউজ সিএবি-র টি-টোয়েন্টি লিগ বিপিএল বেঙ্গল প্রিমিয়ার লিগের অন্যতম প্রধান স্পনসর। আইএসএল-এর দল পঞ্জাব এফসি, হায়দরাবাদ এফসি, তামিলনাড়ু প্রিমিয়ার লিগের নিল্লাই রয়্যাল-এর মতো দলের স্পন্সরের ভূমিকায় দেখা গিয়েছে দাফা নিউজ’কে। এটিপি টুর্নামেন্ট বেঙ্গালুরু ওপেন-এর প্রধান স্পনসর দাফা নিউজ। কেরল সুপার লিগের স্পনসরের তালিকায়ও খুঁজলে দেখা যাবে দাফা নিউজ’কে‌।

বেশ কয়েক বছর ধরেই আই এফ এ’র অভ্যন্তরীণ সমীকরণের অঙ্কে সংস্থার মধ্যে থেকেও বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থার বিরোধিতা করছেন মুষ্টিমেয় কয়েকজন। এই বিরোধিতা শুধু আইএফএর-ই ক্ষতি করছে না ক্ষতি করছে বাংলা ফুটবলের।

মরা গাঙে কবে শেষ জোয়ার এসেছে তা দেখতে গেলে কয়েক দশকের পঞ্জিকা নিয়ে বসতে হবে। মাঝেমধ্যে ঢেউ উঠলেও তা যথেষ্ট নয়। একটা সময় ভারতীয় ফুটবলের প্রাণকেন্দ্র বাংলা এবং বাংলার ফুটবল এখন অতীতের পুরনো স্মৃতি। বাঙালির ফুটবলকে বাঁচিয়ে তোলার জন্য কম চেষ্টা করছেন না বর্তমান আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং সভাপতি অজিত বন্দোপাধ্যায়।

এরই মধ্যে আইএফএ-র মার্কেটিং পার্টনার বা আইএফএ-র কোষাগারে টাকা আসার অন্যতম মাধ্যম শ্রাচি স্পোর্টস’কে বা সেই সংস্থার অন্যতম শীর্ষ আধিকারিক’কে সরাসরি আক্রমণ বাংলা ফুটবলের স্বার্থে গভীর উদ্বেগের। বাংলা ফুটবলের টাকার পাইপলাইন কখনোই মসৃণ ছিল না, বর্তমান সময় তা স্বাভাবিক নিয়মে থাকলেও ক্রমাগত আক্রমণ আবারও সেই পাইপলাইনে টুইস্ট আনতে পারে।

ছবি: সৌরভ পাল (বাঁ দিকে) এবং তমাল ঘোষাল (ডান দিকে)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here