মকর রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য। ২০২৫ সালের ১৪ জানুয়ারি শুরু হয়েছে এই মাস, যা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এসময় ভগবান বিষ্ণু, মা লক্ষ্মীর বিশেষ পুজোর আয়োজন করা হয়। তাই এই মাস অত্যন্ত শুভ।

এই সময়ে গঙ্গা স্নান ও দারিদ্র ব্যক্তিদের দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রাশি অনুযায়ী মাঘ মাসে আপনি যদি জিনিসগুলি দান করতে পারেন, তাহলে আপনার ভাগ্যের দ্বার খোলা থাকবে। কোনও কাজেই পিছিয়ে যাবেন না আপনি। এমনকি জীবনের সব কাজেই সফলতা অর্জন করতে পারবেন। জানুন কোন রাশির ব্যক্তিরদের কী কী দান করা শুভ?

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকারা মাঘ মাসে জলে লাল ফুল দিয়ে স্নান করবেন। এতে আপনার জন্মকুন্ডলীতে দুর্বল রাশি শক্তিশালী হবে। সেই সঙ্গে মুসুরির ডাল দারিদ্র ব্যক্তিদের দান করুন। এতে জীবনে দেখা সমস্ত সমস্যা কেটে যাবে।

বৃষ রাশি

বৃষ রাশির ব্যক্তির এই মাঘ মাসের স্নানের সময় দুধ মিশিয়ে স্নান করুন। এতে ভগবান শিবের বিশেষ কৃপা পাবেন। সেই সঙ্গে আপনি চাল, ডাল দান করুন।

মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিরা এই মাসে সবুজ মুগ ডাল দান করুন। সেই সঙ্গে নদীতে স্নান করুন। এতে পূর্বপুরুষদের আত্মার শান্তি হওয়ার পাশাপাশি আপনার জীবনেও সুখ লেগে থাকবে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের ময়দা দান করা খুব ভাল হবে। এই সময় আপনার অমীমাংসিত কাজ হয়ে যাবে। দেবদেবীর বিশেষ আশীর্বাদও আপনি পাবেন। পাবেন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপাও।

সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিরা এই মাসে শস্য দান করুন। এতে আপনার জন্মকুণ্ডলীতে রাহু ও কেতু দুর্বল স্থানে থাকলে তারাও শক্তিশালী হবে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের জলে মধু মিশিয়ে স্নান করা উচিত। সেই সঙ্গে দারিদ্র্য ব্যক্তিদের অর্থ দান করা অত্যন্ত শুভ হবে।

তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের খির দান করা শুভ। এতে আপনি পুণ্য লাভ করতে পারবেন এবং জীবনের সমস্ত কষ্ট আপনার দূর হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিদের এই সময়ে অভাবী ব্যক্তিদের খাওয়ানো খুব ভাল। এতে আপনি পাপ থেকে বের হতে পারবেন। এবং জীবনে সুখ পাবেন।

ধনু রাশি

ধনু রাশির ব্যক্তিদের এই সময় ছোলার ডাল দান করা শুভ হবে। তেমনি দেব দেবীর আশীর্বাদ পাবেন। জীবনে সমস্ত সমস্যা আপনার কেটে যাবে।

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক সঙ্কট কাটাতে এই মাসে দারিদ্র ব্যক্তিদের খাওয়ানো উচিত। এতে আপনার জীবনের সমস্ত সমস্যায় কেটে যাবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসে কালো তিল দান করা শুভ। সেই কালো তিল আপনি জলে দিয়ে স্নান করতে পারেন, জীবনে সুখ পাবেন।

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের হলুদ বস্ত্র দারিদ্র ব্যক্তিদের দান করা শুভ। এতে আপনার জীবনে পুণ্য লাভ হবে, আর্থিকদিকে যথেষ্ট লাভ করতে পারবেন আপনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here