সকলেই সুন্দর ও জেল্লাদার ত্বক পেতে চান। কিন্তু এসব তো আরও রাতারাতি সম্ভব নয়। তবে সঠিক উপায়ে যত্ন নিলে আপনারা দাগছোপহীন ত্বক পেতে পারেন। ঘরোয়া ভাবে ত্বক পরিচর্যার জন্য অনেক বছর ধরেই গোলাপ জল ব্যবহার করা হয়। এবার জেল্লাদার ত্বক পেতে ব্যবহার করুন গোলাপ জল ও গ্লিসারিন। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন এইগুলি এবং এর উপকারিতা-

গ্লিসারিনের উপকারিতাঃ গ্লিসারিন আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখে। আপনার ত্বকের উপর সুরক্ষাস্তরও তৈরি করে। ফলে, সরাসরি ত্বকে কোনও সমস্যা তৈরি হয় না। সেই সঙ্গে ত্বকের আর্দ্রতায় ঘাটতি হয় না। সুরক্ষাস্তর ত্বককে যে কোনও ক্ষতি থেকে রক্ষা করে। আবহাওয়া যেমনই হোক গ্লিসারিন ব্যবহার করলে ত্বকে তার কোনও প্রভাব পড়ে না।

গোলাপ জলের উপকারিতাঃ গোলাপ জল ত্বকের আদ্রতা ধরে রাখার পাশাপাশি প্রদাহ কমাতে সাহায্য করে এই উপাদান। গোলাপ জলে রয়েছে প্রচুর পরিমাণে ট্যানিন, অ্যান্থোসিয়ানিন, অ্যান্টিইনফ্লেমেটারি উপাদান যা ত্বকের সমস্ত সমস্যা থেকে আপনাদের সুরক্ষিত রাখে। নিয়মিত গোলাপ জল ব্যবহার করলে বয়সের ছাপ কমে আসে।

কীভাবে ব্যবহার করবেন গ্লিসারিন ও গোলাপ জলঃ

ত্বকের সমস্যা দূর করতে বানিয়ে নিন গ্লিসারিন ও গোলাপ জলের একটি টোনার। জেনে নিন এই টোনার বানানোর ঘরোয়া পদ্ধতি-

একটি পাত্রে ৪ টেবিল চামচ গোলাপ জল ও ২ চা চামচ গ্লিসারিন নিন। এরপর মিশ্রণটি ভাল করে মেশান। সবশেষে একটি স্প্রে বোতলে ঢালুন। ব্যবহার করার আগে মুখ ধুয়ে নেবেন এবং স্প্রে বোতল ভাল করে ঝাকিয়ে ব্যবহার করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here