আজ ২ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। ভাদ্র মাসের এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমাবস্যা স্থায়ী হবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬টা ৩১ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজির ৩ সেপ্টেম্বর।
তন্ত্রসাধনার জন্য কৌশিকী অমাবস্যাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই অমাবস্যার রাত্রিকে তাই তারা রাত্রি বলা হয়ে থাকে৷ কারণ এই অমাবস্যাতেই একমাত্র স্বর্গ-মত্যের দুয়ার মুহূর্তের জন্য খুলে যায়।
কৌশিকী অমাবস্যার দিন সদর দরজার সামনে তিলের তেলের প্রদীপ জ্বালালে খুব ভাল ফল হয়। প্রদীপ ঘরে ইতিবাচক শক্তি ঘরে নিয়ে আসে এবং নেতিবাচক শক্তিকে দূর করে৷
জলহীন শুকন নারকেলের মাথার দিকে ছিদ্র করে ভিতরে চিনি ভর্তি করে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে যেখানে পিঁপড়ে আসে সেরকম স্থানে কোনও গাছের নিচে এই নারকেলটিকে পুঁতে দিন। গোটা বিষয়টিই কিন্তু করতে হবে সবার অলক্ষ্যে৷
কৌশিকী অমাবস্যার দিন ভর সন্ধ্যায় একটি কুয়োতে বেশ কয়েক চামচ কাঁচা দুধ ঢালতে হবে। তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে ওই কুয়োটি শুকনো থাকে এবং কুয়েতে যেন জল না থাকে। এটাও কিন্তু সকলের অলক্ষ্যেই করতে হবে।