কথায় বলে, শনির শুভ দৃষ্টি ব্যক্তিকে পথের ভিখারি থেকে রাজা করে তুলতে পারে, আবার কর্মফলদাতার বক্রদৃষ্টি রাজাকেও পথে বসাতে পারে। শনি কর্মের বিচার করে কোনও ব্যক্তিকে দণ্ড দিলে তাঁর জীবনে দশা, মহাদশা, সাড়েসাতি, আড়াইয়ের প্রভাব শুরু হয়। তাই শনিকে প্রসন্ন করার নানান উপায় সম্পর্কে জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ রয়েছে। তবে কোনও ব্যক্তির ওপর শনির অশুভ প্রভাব রয়েছে কিনা তা বোঝার জন্য কিছু লক্ষণের কথা বলা হয়েছে।

১. চুল ঝরে

জ্যোতিষ অনুযায়ী শনির রঙ কালো বা নীল। শনি অশুভ প্রভাব প্রদান করলে সেই ব্যক্তির দ্রুত চুল ঝরতে শুরু করে। আপনারও যদি অস্বাভাবিক হারে চুল ধরে তা হলে সাবধান হন। শনির পুজো ও উপবাস করুন। উল্লেখ্য, শনি ছাড়াও সূর্যের প্রতিকূল প্রভাব থাকলেও ব্যক্তির চুল ঝরতে শুরু করে।

২ . মাথায় কালো ছোপ দেখা যায়

শনি ভারী হলে অনেকের মাথার রঙ পাল্টে যেতে শুরু করে। সেই ব্যক্তির ললাট ও মস্তিষ্কের ঔজ্জ্বল্য ধীর গতিতে শেষ হতে থাকে। যে ব্যক্তির কপালে কালো ছোপ দেখা দেয়, তাঁদের অত্যন্ত সাবধানে যে কোনও কাজ করা উচিত।

৩. অগ্নিকাণ্ডের ভয়

ব্যক্তির জীবনে শনির অশুভ প্রভাব থাকলে ব্যবসা ও পারিবারিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে। পাশাপাশি ব্যবসায়িক স্থান যেমন অফিস, দোকান বা বাড়িতে অগ্নিকাণ্ডের ভয় থাকে।

৪. অনৈতিক কাজ

শাস্ত্র মতে, ব্যক্তির ওপর শনির অশুভ প্রভাব পড়লে তাঁরা অনৈতিক, আইনবিরুদ্ধ কাজে মনোনিবেশ করতে শুরু করে। জুয়া, বেটিংয়ে অর্থ ব্যয় করার প্রবল ইচ্ছা দেখা দেয় তাঁদের মধ্যে। এমনকি কুসঙ্গ গ্রহণ করেন এমন ব্যক্তি।

৫. খাদ্যাভ্যাসে পরিবর্তন

শনি ভারী হলে ব্যক্তির খাদ্যাভ্যাসেও পরিবর্তন দেখা দেয়। তিক্ত, তৈলাক্ত, আমিষ খাবার-দাবারের প্রতি ব্যক্তির রুচি বাড়তে শুরু করে। এমনকি যে ব্যক্তি মাছ,মাংস বা মদ পছন্দ করেন না, তাঁরাও এর প্রতি রুচি দেখাতে শুরু করেন।

৬. স্বভাব

জ্যোতিষ অনুযায়ী শনির অশুভ প্রভাব ব্যক্তির স্বভাবে পরিবর্তন আনে। তাঁরা মিথ্যা কথা বলতে শুরু করে, এমনকি তাঁদের মধ্যে রাগও বেড়ে যায়। শাস্ত্র মতে, শনির প্রভাবে সেই ব্যক্তি ছোটখাটো কারণে মিথ্যা বলতে শুরু করে বা রেগে যায়। এমন জাতকের ধর্মীয় কাজে মন বসে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here