বয়সের ভারে স্মৃতির ধার কমে যাওয়া, খুবই স্বাভাবিক। তবে বিভিন্ন কারণে অল্প বয়সেও কিন্তু ভুলে যাওয়া রোগ জাঁকিয়ে বসতে পারে। সঙ্গীর জন্মদিন থেকে এটিএমের পিন, মাঝেমাঝেই মন থেকে উড়ে যায়। তবে রোজের জীবনের সঙ্গে কয়েকটি অভ্যাস জুড়ে নিলে এই সমস্যা আর হবে না।
সকালে শরীরচর্চা
শারীরিক কসরত যে শুধু ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তা নয়, মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতেও এর জুড়ি মেলা ভার। যোগাসন, হাঁটাহাঁটি, স্ট্রেচিং যদি নিয়মমাফিক করা যায়, তা হলে স্মৃতিশক্তি প্রখর হয়।
সুষম খাবার খাওয়া
কিছু খাবার শরীরের পাশাপাশি মস্তিষ্কেরও খেয়াল রাখে। রোজ এমন কিছু খাবার খেতে হবে, যেগুলি শরীরের পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতাও সক্রিয় করে তোলে। প্রোটিন, হোল গ্রেন, স্বাস্থ্যকর ফ্যাট যদি খাওয়া যায়, তা হলে ভুলোমনার তকমা পেতে হবে না।
ধ্যান
সকাল শুরু করুন ধ্যান করে। সকালের এই অভ্যাসে বাড়ে মনোযোগ। তার ফলে ভুলে যাওয়ার সমস্যা অনেকটাই কমে। সেই সঙ্গে মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ে। মস্তিষ্ক যদি সচল হয়, তা হলে স্মৃতি বিশ্বাসঘাতকতা করতে পারে না।