মানুষের সাংসারিক জীবনের শান্ত-অশান্তি, সুখ-দুঃখের সঙ্গে গাছপালা যে কত নিবিড় ভাবে জড়িয়ে আছে, তা আমাদের অনেকেরই ধারণাতীত। এমন বেশ কিছু গাছ আছে, যেগুলো বাড়িতে থাকলে মানুষের অজ্ঞাতেই কোনও না কোনও ভাবে শান্তি বা অশান্তির কারণ হয়ে ওঠে। আজ জানুন এমন কয়েকটি গাছের ব্যাপারে, যেগুলি ভুলেও বাড়িতে রাখা উচিত নয়।

১. খেজুর গাছ- বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়িতে কখনও খেজুর গাছ লাগানো উচিত নয়। যে বাড়িতে খেজুর গাছ থাকে সেখানে দারিদ্রের আগমন ঘটে। আর্থিক সমস্যা তো থাকেই, এমনকি পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপরও অশুভ প্রভাব পড়ে।

২. বাঁশ গাছ- বাঁশ গাছ অত্যন্ত উপযোগী। তবে বাস্তু বিজ্ঞান অনুযায়ী বাড়িতে কখনও বাঁশ গাছ লাগানো উচিত নয়। এর ফলে সমস্যার আনাগোনা লেগে থাকে।

৩. কুল গাছ- বাস্তুশাস্ত্র অনুযায়ী, কুল গাছ লাগালে বাড়িতে অশুভ শক্তির সঞ্চার হয়, আবার নানান সমস্যারও সৃষ্টি হয়। যে বাড়িতে কুল গাছ লাগানো থাকে, সেখানে লক্ষ্মী বাস করেন না বলে মনে করা হয়।

৪. বনসাই গাছ- বাস্তু অনুযায়ী বনসাই গাছও বাড়িতে লাগানো অনুচিত। এই গাছ বাড়িতে লাগালে, বাড়ির সুখ-শান্তি নষ্ট হয়। এমনকি পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি ঝগড়া লেগেই থাকে।

৫. তেঁতুল গাছ- বাস্তুশাস্ত্র অনুযায়ী, তেঁতুল গাছ বাড়ির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। এমনকি পরিবারের সদস্যদের স্বাস্থ্যও প্রভাবিত করে।

৬. বেল বা নারকেল গাছ- বেল বা নারকেল গাছ শিবের প্রতিরূপ। এই গাছ বাড়িতে থাকলে অন্যান্য কোনও অশান্তি থাকলেও অর্থ, অন্ন ও বস্ত্রের কষ্ট জীবনে থাকে না। কিন্তু কেটে ফেললে হয় সংসার ভাঙবে, না হলে দারিদ্রতা আসবে কিংবা পরিবারে কারও মৃত্যু হবে।

৭. কাঁটাযুক্ত গাছ-সব সময় রোগভোগ ও অশান্তি লেগেই থাকে যদি বাড়িতে খেজুর, পলাশ, ডুমুর, কাঞ্চন, মনসা, সপ্তপর্ণী, বয়রা, হরিতকী, ধুতরা এবং যে কোনও ধরনের কাঁটাযুক্ত গাছ থাকে।
৮. শুকনো গাছ-যে কোনও শুকনো গাছ অর্থনাশক ও বিঘ্নকারক। অগ্নিকাণ্ডের ভয় ও কারক।

৯. বট-অশ্বত্থ গাছ- বাড়ির পূর্ব দিকে অশ্বত্থ গাছ এবং পশ্চিম দিকে বটগাছ দীর্ঘস্থায়ী আইন সংক্রান্ত মামলা মোকদ্দমার কারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here