আজ ভূত চতুর্দশী, কাল দীপান্বিতা অমাবস্যা। এদিন তেঁনাদের দিন। তাই এমন কিছুই করবেন না যা আপনার অনিষ্টসাধন করতে পারে।

বলা হয়, ভূত চতুর্দশীতে বিদেহী আত্মারা পৃথিবীর বুকে নেমে আসে। তাই তাঁদের চটানো কোনওভাবেই উচিৎ নয়। আপনি না বুঝেই হয়তো এমন কিছু কাজ করে ফেলবেন যা আপনার অজান্তেই সঙ্গসারে ডেকে আনবে অমঙ্গল।

ভূত চতুর্দশী বা কালী পুজো অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার রাতে শ্মশান, কবরস্থানের মতো জায়গাগুলি এড়িয়ে চলুন। অনেক সময় অপশক্তি এই তিথিগুলিতে ওই চত্বরে বিরাজ করে। একবার কবলে পড়লে আর রক্ষা নেই।

কেউ এসে দুধ বা ওই জাতীয় কোনও কিছু চাইলে ভুলেও দেবেন না। দুধ বা দুধ জাতীয় দ্যব্যে পজিটিভ এনার্জি প্রচুর। তাই ভূত চতুর্দশী বা অমাবস্যায় এগুলো দান করা মানে ইতিবাচক বিষয়ও আপনার ঘর থেকে চলে যাওয়া।

মহিলারা কোনও ভাবেই রাতে চুল খুলে ঘুমোবেন না। রাতে চুল খোলা রেখে ঘুমোলে নেগেটিভ শক্তি ভীষণ ভাবে আকর্ষিত হয়।

এই দু’দিন ঘরে ঝাড়ু দেওয়ার থাকলে সন্ধ্যার আগে করুন। সন্ধ্যার পরে করবেন না। তাতে সঙ্গসারের শ্রী নষ্ট হতে পারে।

এই দুদিন রাতের বাসন রাতেই ধুয়ে ফেলুন। সকালের জন্য ফেলে রাখবেন না। রান্নাঘর, বাসনপত্র পরিষ্কার থাকা আপনার জন্যই মঙ্গল।

ভূত চতুর্দশী এবং কালীপুজোর রাতে সন্ধ্যার পরে প্রদীপ জ্বালান। এতে অপশক্তি দূর হবে। সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখতে চাইলেও কোনও অসুবিধা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here