আজও পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষের যাওয়া নিষিদ্ধ। এরকমই একটি দ্বীপ হল উত্তর সেন্টিনেল দ্বীপ, যেখানে যেতে মানুষ ভয় পায়।

সেন্টিনেল দ্বীপ হল বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জের একটি দ্বীপ। এই দ্বীপে না যাওয়ার কারণ হল এখানে বসবাসকারী উপজাতিরা। তাদের বিশ্বের সঙ্গে কোনও যোগাযোগ নেই। ২৩ বর্গমাইল বিশিষ্ট এটি একটি ছোট দ্বীপ, যেখানে ৬০ হাজার মানুষের বাস। আজ পর্যন্ত তাদের খাদ্য এবং জীবনযাপন বিশ্বের কাছে রহস্য হয়েই রয়ে গিয়েছে।

ভারত সরকার এখানকার উপজাতিদের সুরক্ষার জন্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ রেগুলেশন, ১৯৫৬ অ্যাক্ট জারি করেছে। এখানে প্রশাসনিক কর্তারা ছাড়া অন্য কারও প্রবেশ নিষেধ। সেন্টিনেল উপজাতি হাজার হাজার বছর ধরে এখানে বিচ্ছিন্নভাবে বসবাস করে আসছে।

উত্তর সেন্টিনেল দ্বীপ ছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আরও বেশ কিছু দ্বীপ রয়েছে যেখানে আদিবাসীরা বাস করে। এর মধ্যে কয়েকটি দ্বীপে বহিরাগতদের প্রবেশও নিষিদ্ধ। এছাড়াও আমাজন রেইনফরেস্টে অনেক দ্বীপ রয়েছে যেখানে আদিবাসীরা বাস করে। এই আদিবাসীরাও বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকতে পছন্দ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here