সেভিংস অ্যাকাউন্টের অনেক নিয়ম আছে। অনেকেরই এই নিয়মগুলো সম্পর্কে জানা নেই।  আর্থিক বিশেষজ্ঞদের মতে, একটি আর্থিক বছরে সেভিংস অ্যাকাউন্টে মোট জমা ১০ লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়।

আয়কর আইনের ২৬৯ST ধারা অনুযায়ী, একজন একদিনে ২ লক্ষ টাকা লেনদেন করতে পারবেন। এর বেশি লেনদেন করলে ব্যাংকে কারণ জানাতে হবে।

নিয়ম অনুযায়ী, ৫০,০০০ টাকা বা তার বেশি জমা করলে ব্যাংকে জানাতে হবে

এছাড়াও, প্যান নম্বর দিতে হবে। প্যান না থাকলে, ৬০ বা ৬১ নম্বর ফর্ম জমা দিতে হবে

১০ লক্ষ টাকার বেশি লেনদেন উচ্চ মূল্যের লেনদেন হিসেবে বিবেচিত হয়। এই ধরনের লেনদেনের তথ্য ব্যাংক আয়কর বিভাগকে জানায়। অনেক সময় কোনো কারণে বড় লেনদেন করি। কিন্তু আয়কর বিভাগকে জানাই না, তখন বিভাগ থেকে নোটিশ আসে।

এরকম যদি হয়, তাহলে সংশ্লিষ্ট নথির তথ্য দিতে হবে। এই নথিগুলিতে বিবৃতি, বিনিয়োগের রেকর্ড বা সম্পত্তির তথ্য থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, আয়কর নোটিশের উত্তর বা নথি সম্পর্কে কোনো সমস্যা হলে, আর্থিক উপদেষ্টার সাথে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here