আজ ব্রুনাই সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বালকিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর। ২০২১ সালে ব্রুনাইয়ে আদমশুমারি পরিচালিত হয়েছিল। সেই অনুসারে দেশে ৪৪ লক্ষেরও বেশি মানুষ বাস করে। যার মধ্যে জনসংখ্যার ৮২ শতাংশ মুসলিম, ৮ শতাংশ খ্রিস্টান, ৭ শতাংশ বৌদ্ধ, বাকি ৩ শতাংশ অন্যান্য ধর্মের অন্তর্ভুক্ত।

বিভিন্ন সূত্র অনুসারে, ব্রুনাইয়ের মোট জনসংখ্যার একটি খুব ছোট অংশ হিসাবে রয়েছেন হিন্দুরা।  সাড়ে চার লক্ষ জনসংখ্যার এই দেশে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা কয়েক হাজারের মধ্যেই সীমাবদ্ধ।

ফলে হিন্দু মন্দিরের সংখ্যাও সীমিত। ব্রুনাই দেশের ধর্মীয় পরিচয় ইসলাম এবং দেশটির অধিকাংশ মানুষও মুসলিম। ইসলামের প্রাধান্য থাকা সত্ত্বেও অন্যান্য ধর্মের অনুসারীদের জন্য ধর্মীয় স্থান রয়েছে এই দেশে।ব্রুনাইতে বর্তমানে দুটি প্রধান হিন্দু মন্দির রয়েছে, প্রথমটি শিব মন্দির এবং দ্বিতীয়টি রাম মন্দির।

শিব মন্দির: এই মন্দিরটি ব্রুনাইয়ের সেরি বেগাওয়ানে অবস্থিত। মন্দিরটিতে সাধারণত প্রবাসী ভারতীয়রা যান। এই মন্দিরে অনেক হিন্দু উৎসব এবং পূজার আচারের আয়োজন করা হয়।

রাম মন্দির: এই মন্দিরটিও সেরি বেগাওয়ানে অবস্থিত। রাম মন্দিরেও বিশেষ পূজা ও উৎসবেরও আয়োজন করা হয়, যা হিন্দু সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ। এই মন্দিরগুলি ছাড়া, ব্রুনাইতে হিন্দু ধর্মের অনুসারীদের জন্য অন্য কোনও ধর্মীয় স্থান নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here