
বাবা-মাকে প্রত্যেকের ভগবানের মতো মান্যতা দেওয়া উচিত। ছোট থেকে তাঁরা বহু কষ্ট, ত্যাগ করে আপনাদের মানুষ করেছেন। তবে বাবা-মায়ের বয়স হয়ে গেলে অর্থাৎ বৃদ্ধ বয়সেও তাদের এই কথাগুলি বলবেন না। এতে তারা কিন্তু আপনাকে সন্তান বলতে লজ্জা পাবেন।
শুধু তাই নয়, এতে তারা খুব দুঃখ পাবেন। যদি আপনার বাবা-মা, আপনার কোনও প্রত্যাশা পূরণ না করে, তাহলেও কিন্তু বৃদ্ধ বয়সে এই কথাগুলি তাদের ভুলেও বলবেন না। এতে তাদের হৃদয়ে বড় আঘাত লাগে। জানুন বয়স্ক বাবা-মায়েদের কোনও কথা বলবেন না।
বয়স হয়েছে, তা মনে করিয়ে দেবেন না
আপনার বাবা-মা যে বৃদ্ধ হয়েছেন, সেটা আপনিও জানেন, তারাও জানেন। তাই তাদের কখনও মনে করিয়ে দেবেন না, তাদের বয়স হয়েছে। আপনি তাদের যতটা প্রয়োজন ততটা মেটানোর চেষ্টা করবেন। তারা যে বুড়ো হয়ে গিয়েছেন তাঁদের এই কথা ভুলেও বলবেন না। এতে তাদের মনে কষ্ট হবে। তাদের বাঁচার আশা ক্রমশ কমতে থাকে। তাই এটি বলার আগে সাবধান হোন আপনিও।
ভাল ব্যবহার করুন
আপনি আপনার বাবা মার সঙ্গে কেমন আচরণ করছেন, তা কিন্তু চার দেয়ালের বাইরে কেউ জানতে পারেন না। তবে যখন আপনাদের বাড়িতে কেউ আসবেণ, অতিথি কিংবা আপনার বন্ধু যখন আপনার বাড়িতে আসবেন, তখন কিন্তু কখনওই তাদের সামনে কোনও খারাপ কথা বাবা-মাকে বলে ফেলবেন না।
এতে তারা খুব দুঃখ পাবেন। তাদের হাসি, খুশি ভরিয়ে রাখার দায়িত্ব আপনারই। তাই সর্বদা বাবা মায়ের সঙ্গে ভাল ব্যবহার করুন। তাদের মনে কষ্ট দেওয়া কোনও কথা একদমই বলবেন না। যদি আপনার বন্ধুরাও আসেন, তাহলে তাদের সামনেই বাবা-মাকে রাখুন। এবং তাদের সঙ্গে ভালভাবে গল্প করুন। এতে তারাও কিন্তু খুব খুশি হবেন।
আপনার জন্য কী করেছে
বর্তমান সময়ে দেখা যায়, যে অনেক সন্তানরাই তাদের বয়স্ক বাবা-মাকে বলেন, তারা সেই সন্তানের জন্য কি করেছেন, এই কথা কখনিই বাবা-মাকে বলবেন না। এই কথাটি ছোট হলেও এই কথাটার গুরুত্ব কিন্তু অনেক। এতে তারা কিন্তু খুব কষ্ট পায়। কারণ আপনাকে ছোট থেকে বড় করা, স্কুল, কলেজে নিয়ে যাওয়া, বিয়ের খরচ সবই কিন্তু তাঁরা বহন করেছেন। হয়তো ভবিষ্যতের জন্য আপনার অর্থ সঞ্চয় করে রেখেছেন। তাই এই কথা বললে আপনার বাবা-মায়ের মনে খুব কষ্ট হবে। আপনাকে তারা সন্তান বলে পরিচয় দিতে লজ্জা পাবেন! তাই এই কথাগুলি বলার আগে ভেবে বলুন।