বুধবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত চিকিৎসকরা। সেই বৈঠকের নির্যাস লিখিত আকারে মুখ্যমন্ত্রীর দফতরে পাঠালেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে এই নির্যাস সম্বলিত একটি মেল মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় মুখ্যসচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক হয়। সেই বৈঠকে দু’পক্ষের মধ্যে আলোচনায় নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলি উঠে এসেছে, তার নির্যাসের একটি খসড়া লিখিত আকারে মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। পাঠানো মেলে নিরাপত্তা সংক্রান্ত ১৫টি বিষয় রয়েছে। বুধবারের বৈঠকে এই ১৫টি বিষয়ে দু’পক্ষ সহমত হয়েছে বলে জুনিয়র ডাক্তারদের একটি সূত্র মারফত জানা গিয়েছে।
১৫টি বিষয়ের মধ্যে রয়েছে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে হুমকির সংস্কৃতি বন্ধ করা। রাজ্যের মেডিক্যাল কাউন্সিল এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে সমস্ত সদস্য হুমকির সংস্কৃতিতে জড়িত বলে অভিযোগ, তাঁদের তদন্তের আওতায় আনার জন্য কমিটি গঠন। তা ছাড়া হাসপাতালের সব বিভাগে পর্যাপ্ত মহিলা পুলিশ রাখা, মেয়েদের জন্য আলাদা শৌচাগার, বিশ্রামকক্ষ রাখার মতো বিষয়।
এছাড়াও কলেজ স্তরে স্নাতক স্তরের পড়ুয়া এবং রেসিডেন্ট ডাক্তারদের নিয়ে তদন্ত কমিটি গঠন। কলেজগুলিতে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গঠন করতে এবং ছাত্র সংসদের প্রতিনিধি বেছে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করা। কলেজ স্তরের টাস্ক ফোর্সে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, পড়ুয়া এবং নার্সিং স্টাফদের প্রতিনিধি রাখা। হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে ‘প্যানিক কল বাটন’ এবং অ্যালার্মের ব্যবস্থা রাখা। সরকারি হাসপাতালে কোথায় কখন কত শয্যা ফাঁকা রয়েছে রোগীদের স্বার্থে তা ডিসপ্লে বোর্ডের মাধ্যমে দেখানো। শূন্যপদে স্বচ্ছ ভাবে ডাক্তার, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করা ইত্যাদি।