
শীত আর নেই বললেই চলে। গত কয়েকদিনে তাপমাত্রা বেড়ে যাওয়ায় শীতের আমেজ বেশ ফিকে হয়ে গিয়েছে। তবে শীতপ্রেমীদের জন্য শেষবেলায় সুখবর হাওয়া অফিসের। আগামী ২৪ ঘণ্টাতেই ফিরছে ঠাণ্ডা। দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পারদ। তবে এরই মধ্যে তিন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
গত কয়েকদিন ধরে গোটা দক্ষিণবঙ্গে শীতের মেজাজ ফিকে হয়ে গিয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ঠান্ডার রেশ কমে গেছে। জেলায় জেলায় কুয়াশার দাপটের জেরে তাপমাত্রার পারদও চড়ছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আবহাওয়ায় বিরাট বদলের সম্ভাবনা রয়েছে। শেষবেলায় ফের একবার ‘খেলা’ ঘোরাতের পারে শীত। ঠান্ডার জমাটি মেজাজ ফিরছে বাংলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পারদ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামীকাল অর্থাৎ ২৬ জানুয়ারির রাত থেকেই দক্ষিণবঙ্গে ফের শীতের দুরন্ত কামব্যাক হতে চলেছে।
তাপমাত্রার পতন দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের সব জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এরই মধ্যে উত্তরবঙ্গের তিন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি জেলাতেও।
শহর কলকাতাতেও ফের জমাটি শীতের পূর্বাভাস হওয়া অফিসের। আগামীকাল ২৬ জানুয়ারি থেকে তিলোত্তমা মহানগরীর আবহাওয়াতেও বিরাট বদল চোখে পড়বে। পারদ নেমে যাওয়ায় শীতের অনুভূতি আরও চড়া হবে। আগামী কয়েকদিন শহর কলকাতায় থাকবে জোরালো শীতের দাপট।