মৌনী অমাবস্যায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। পূণ্যতিথিতে স্নান করার জন্য প্রচুর লোক এসেছিলেন। আর তাতেই ঘটে গিয়েছে পদদলিত হওয়ার ঘটনা। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটেছে প্রাণহানিও। প্রশাসনের তরফ থেকে অবশ্য প্রাণহানির বিষয়ে কিছু জানানো হয়নি। এই মর্মান্তিক ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আখাড়ার অমৃতস্নান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কুম্ভ প্রশাসন।

মহাকুম্ভ মেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন মৌনী অমাবস্যা। এই দিনে অগুনতি মানুষ অমৃতস্নান করে থাকেন। তবে চলতি বছর এই দিনটির গুরুত্ব আরও বেশি ছিল। কারণ প্রায় ১৪৪ বছর পর এবার বিরল ‘ত্রিবেণী যোগ’ পড়েছে। সেই কারণে মহাকুম্ভ মেলায় জনসমাগমও ছিল প্রচুর। তার মধ্যেই ঘটে যায় পদপিষ্ট হওয়ার ঘটনা।

রিপোর্ট বলছে, রাত ২:৩০ মিনিট নাগাদ পদদলিত হওয়ার ঘটনা ঘটে। ত্রিবেণী সংগমে পুণ্যস্নানের জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। তার জেরেই এই ঘটনা ঘটে বলে খবর।  ইতিমধ্যেই মৌনী অমাবস্যায় মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার এই ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে এই বিষয়ে কথা বলেন তিনি।

পদপিষ্ট হওয়ার পর পুণ্যার্থীদের উদ্দেশ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা মা গঙ্গার যে ঘাটের কাছে রয়েছেন, সেখানেই স্নান করে নিন। সঙ্গমের দিকে যাওয়ার চেষ্টা করবেন না। সবাই প্রশাসনের নির্দেশ মেনে চলুন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here