জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে মঙ্গলবারের শুনানিতে কোনও নতুন কথা শোনাল না সুপ্রিম কোর্ট। সেই একই কথা শোনা গেল, কাজে ফিরলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। রাজ্যের তরফে বার বার অভিযোগ করা হয়েছে, চিকিৎসকদের কর্মবিরতিতে ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা। ডাক্তারদের সংগঠনের আইনজীবী দাবি করেছেন, এই অভিযোগ সঠিক নয়। সিনিয়র ডাক্তারেরা কাজ করছেন।

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন থেকেই কর্মবিরতিতে রয়েছেন রাজ্যের মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা। সুপ্রিম কোর্টে মামলা ওঠার পর ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিল, পরের দিন অর্থাৎ ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে তাঁদের কাজে ফিরতে হবে। তবে চিকিৎসকরা কাজে ফেরেননি। মঙ্গলবার আবার একই নির্দেশ দিল শীর্ষ আদালত।

এদিকে সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে হওয়া জুনিয়র চিকিৎসকদের বৈঠকে স্থির হয়েছে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল-সহ চার জনকে সরানো হবে। চিকিৎসকেরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হলেই উঠবে কর্মবিরতি। এই প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেছেন, ‘‘জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জনের জন্য রাজ্য ও জুনিয়র ডাক্তারদের যে সমঝোতা হয়েছে, তা রেকর্ডে রাখা হোক। আমরা জানি, জুনিয়র ডাক্তারদের দাবি এক দিনে সব পূরণ করা হবে না। তাঁরা কাজে ফিরতে চান। কিন্তু কিছু বিষয়ে এখনই নজর দেওয়া দরকার।’’ তাঁদের কাজে ফেরা প্রসঙ্গে আইনজীবী ইন্দিরা জানিয়েছেন, জুনিয়র ডাক্তারেরা জেনারেল বডি (জিবি) বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। তবে একটু সময় লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here