রূপচর্চার জন্য এখন নানা কৃত্রিম উপায় যেমন ফেসিয়াল, স্পা এসব রয়েছেই। কিন্তু সব সময় তা করার সময় হয়ে ওঠে না। কর্মব্যস্ত জীবনে একদিন ছুটি পেলে আর বেড়িয়ে এসব করার ইচ্ছাটাও ভারি হয় না। কিন্তু তাই বলে তো ত্বক পরিচর্যায় হেলাফেলা করা যায় না। ঘরোয়া উপায়ে এই ফুলের নির্যাস আপনার ত্বক করে তুলবে তুলোর মতো নরম ও মাখনের মতো মসৃণ। কী ভাবছেন? গোলাপ ফুলের কথা বলছি। একেবারেই নয় ফুলটি হল জবা। আজ্ঞে হ্যাঁ শুধু চুলে পরিচর্যাই নয়, ত্বকের যত্ন নিতেই সমানভাবে কার্যকরী এই ফুল। দেখে নিন কী কী ভাবে জবা ফুলের রস ত্বকের পরিচর্যার কাজে ব্যবহার করতে পারবেন আপনি-

• প্রথমে জবা ফুলের পাপড়ি শুকিয়ে তা গুঁড়ো করে নিন। তাতে মেশান দই। পেস্টটি মসৃণ হলে তা ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। এটি শুকিয়ে গেলে ধিরে ধিরে তুলোয় জল লাগিয়ে তুলে দিন। এটি ব্যবহার করলে ফেস ওয়াশের দরকার নেই। পার্থক্য চোখে পড়বেই।

• একইভাবে জবা ফুলের পাপড়ি বেঁটে নিয়ে তাতে ১ চামচ মুলতানি মাটি, আর এক চামচ দই আর গোলাপের পাপড়ি দিয়ে দিন। এবার সমস্তটা ভাল করে মিশিয়ে ওই প্যাক মুখে লাগান। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক তরতাজা ও সুন্দর হবে ।

• জবা ফুল খানিক দিন রোদে শুকিয়ে নিন। তারপর তা গুঁড়ো করে নিন। এরপর তাতে দিয়ে দিন মধু। দিন এক চামচ দুধ। এরপর তা মিশিয়ে নিন। এই মিশ্রণ ২০ মিনিট রেখে দিন মুখে। তারপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। এটি ত্বককে পুষ্ট করে, উজ্জ্বল করে তোলে। তব একদিন ব্যবহারেই ফল আশা করবেন না, বেশ কিছুদিন ব্যবহার করে পার্থক্য বুঝতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here