টানা বৃষ্টিতে নাজেহাল দশা আগ্রার। শহরের একাধিক এলাকা জলমগ্ন। প্রবলভাবে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টিতে ভিজছে তাজমহলও। প্রেমের প্রতীক তাজের ছাদ চুঁইয়ে পড়ছে জল। পিটিআই সূত্রে খবর হাঁটু অবধি জল জমে গিয়েছে তাজমহল প্রাঙ্গণের বাগানেও।
বৃহস্পতিবার থেকেই তাজমহল প্রাঙ্গণের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জলে ডুবে গিয়েছে তাজমহলের একটি বাগান। ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক আধিকারিক জানিয়েছেন, বৃষ্টিতে তাজমহলের মূল গম্বুজও ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদ বেয়ে চুঁইয়ে পড়ছে জল।
শনিবার এএসআইয়ের মুখ্য সুপারিনটেন্ডেন্ট রাজকুমার পটেল বলেছেন, ‘‘তাজমহলের মূল গম্বুজের ছিদ্রটি আমাদের নজরে এসেছে। পরিদর্শনের পর প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এটি ক্ষয়ের ফলেই তৈরি হয়েছে। স্থাপত্যে বড়সড় কোনও ক্ষতি হয়নি। আমরা ড্রোন ক্যামেরা ব্যবহার করে গম্বুজের অবস্থা খতিয়ে দেখেছি। এখনই চিন্তার কোনও কারণ নেই।’’
মুগল সম্রাট শাহজাহানের আমলে তৈরি হয়েছিল তাজমহল। প্রতি বছর এর দর্শনে আসেন অগণিত পর্যটক। প্রসঙ্গত, গত তিন দিন ধরেই ভারী বৃষ্টিতে ভিজছে দিল্লি এবং আগরা। জলে ডুবেছে জাতীয় সড়ক।