এই মুহূর্তে খবরে রয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তাঁকে সিবিআই গ্রেফতার করেছে। ওসির বিরুদ্ধে উঠেছে আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগ। তবে এতসব অপকীর্তির পরেও তাঁর পাশে রয়েছেন সতীর্থরা। সোমবার দুপুরে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সার্ভে পার্কের বাড়িতে উপস্থিত হন পুলিশ আধিকারিকেরা। সেখানে গিয়ে তাঁরা জানিয়েছেন, গোটা পুলিশ পরিবার ওসি মহাশয়ের পাশে আছে।
সোমবার দুপুরে অভিজিতের বাড়িতে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (চতুর্থ) ভি সলোমন নিশা কুমার, ডেপুটি কমিশনার (এসএসডি) যাদবপুরের বিদিশা কলিথা এবং ডেপুটি কমিশনার (ইস্ট ডিভিশন) আরিশ বিলাল।
শনিবার রাতে আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ। তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি, টালবাহানার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তদন্তের অভিমুখও নাকি ঘুরিয়ে দিতে চেয়েছিলেন তিনি এমন অভিযোগও উঠেছে।