বর্তমানে ব্যস্ততার দুনিয়ায় চটজলদি হাতে খাবার পেতে কে না চায়। তাই দীর্ঘদিন ধরে গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে পছন্দ মতো অর্ডার করা খাবার পৌঁছে দিয়ে এসেছে জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো। কিন্তু এবার বদলে গেল জনপ্রিয় এই সংস্থার নাম! ৬ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার, সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবার থেকে ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটোর নাম বদলে রাখা হল ইটারনাল। এই নতুন নামে শিলমোহর দিয়েছে কোম্পানির বোর্ড। গ্রুপ সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল জানিয়েছেন, সংস্থার পক্ষ থেকে ব্লিঙ্ক-ইট অধিগ্রহণের পরেই নাম পরিবর্তন করার চিন্তাভাবনা শুরু করে দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বর্তমানে নাকি বেশ লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছে এই সংস্থা।
জানা গিয়েছে, চলতি অর্থ বর্ষে জোম্যাটোর কর পরবর্তী মুনাফা ৫৭ শতাংশ কমে ৫৯ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা এক বছর আগের একই সময়ের ১৩৮ কোটি টাকা থেকে বেশ কিছুটা কমে গিয়েছে। বর্তমানে বাজারে জোম্যাটোর মোট চারটি ব্র্যান্ড রয়েছে। আর তাই ম্যানেজমেন্ট চাইছে গোটা ব্যবসাকে নির্দিষ্ট কোম্পানির একই ছাতার তলায় আনা হোক।
আপাতত ইটারনাল একটি অভ্যন্তরীণ নাম থাকবে। অফিসের মধ্যে এই নাম ব্যবহার শুরুও করে দিয়েছে সংস্থা। শীঘ্রই সেই নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। কোম্পানির বোর্ড নাম পরিবর্তনের অনুমোদন দিলেও, এখন সংস্থা তাদের শেয়ার হোল্ডারদের নাম পরিবর্তনের জন্য সবুজ সংকেতের অপেক্ষা করবে বলেই জানা গিয়েছে।