আরজি কর-কাণ্ড নিয়ে তৎপর হল কেন্দ্রীয় সরকার। আরজি করের নিহত তরুণী চিকিৎসকের ছবি ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। এবার নির্যাতিতার নাম-পরিচয় সমাজমাধ্যমে পোস্ট করার ঘটনা নিয়ে সোচ্চার হল কেন্দ্রীয় সরকার।

বুধবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি এবং ইলেকট্রনিক্স মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘নির্যাতিতার নাম বা ছবি প্রকাশ সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। এই ধরনের সংবেদনশীল তথ্য যাতে কোনও ভাবেই প্রকাশ্যে না থাকে সমাজমাধ্যম পরিচালন সংস্থাগুলিকে তা নিশ্চিত করতে বলা হয়েছে। এই নির্দেশ পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং বিধিনিষেধ জারি হতে পারে।’’

প্রায় এক দশক আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কোনও অবস্থাতেই নির্যাতিতা বা তাঁর পরিবারের সদস্যদের নাম, ঠিকানা প্রকাশ করা যাবে না। কিন্তু সেসব নিয়ম কে মানে। উপার্জনের জন্য সোশ্যাল মিডিয়ায় আরজি কর হাসপাতালে নির্যাতিতা নিহত তরুণী চিকিৎসকের ছবি দিয়ে, তাঁর মা বাবা, ভাবী জীবনসঙ্গীর ছবি দিয়ে বানানো হচ্ছিল ভিডিও, রিলস। এ নিয়ে বিতর্ক চলছিল। নির্যাতিতার নাম ফাঁসের অভিযোগ আরজি কর ডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ডেকে পাঠানো হয় লালবাজারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here