আরজি কর-কাণ্ডে তৈরি হওয়া গণক্ষোভে হৃদয় দিয়ে শামিল হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে অভিষেক প্রশ্ন তুললেন, কেন সন্দীপ ঘোষকে এখনও সিবিআই গ্রেফতার করছে না? একইসঙ্গে গত ১৪ অগস্ট রাতে মহিলাদের রাত দখল কর্মসূচিকে সম্মান জানিয়েছেন তিনি।

মঞ্চ থেকে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবেই বলেছেন, ‘‘আমি মহিলাদের রাত দখলকে সম্মান জানাই। সে দিন দাবি ছিল দু’টি। এক, ধর্ষণমুক্ত সমাজ এবং দুই, দোষীদের শাস্তি।’’ এর পরেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের প্রসঙ্গ তুলে তৃণমূল যুব সেনাপতি বলেন, ‘‘কলকাতা পুলিশের হাতে চার দিন তদন্তভার ছিল। আজকে ১৪ দিন হয়ে গেল সিবিআই তদন্ত করছে। কেন এই ১৪ দিনেও সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলেন না, তার জবাব সিবিআইকেই দিতে হবে।’’

এরপর এটাও স্বীকার্য যে অভিষেকই তৃণমূলের প্রথম নেতা, যিনি সর্বসমক্ষে ওই কর্মসূচিকে ‘সম্মান’ জানালেন। কারণ এতদিন পর্যন্ত অন্যান্য তৃণমূলী নেতাদের অধিকাংশজনই এই রাত দখলকে অসম্মান করেছেন। কিন্তু অভিষেকের স্তরের কোনও নেতা যখন কর্মসূচীকে সম্মান জানাচ্ছেন তখন তার ‘গুরুত্ব’ ভিন্ন মাত্রায় পৌঁছে যায়। মঞ্চ থেকে তিনি সরাসরি এমন মন্তব্য করেছেন যে, “জনতার নাড়ির স্পন্দন বুঝতে হবে। জনমন বুঝতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here