আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকের খুন-ধর্ষণের প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এবার সেই জুনিয়র ডাক্তারদের প্রচেষ্টাতেই প্রাণ বাঁচল এক মহিলা পুলিশকর্মীর। তিনি স্বাস্থ্য ভবনের সামনেই কর্তব্যরত অবস্থায় ছিলেন। বুধবার রাতে ডাক্তারদের অবস্থানমঞ্চের সামনেই ঘটেছে এই ঘটনা। বৃহস্পতিবার দুপুরে ঘটনার কথা উল্লেখ করে আন্দোলনরত চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছে পুলিশ।
আন্দোলনরত চিকিৎসকেরা জানাচ্ছেন, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁরা খেতে বসেছিলেন। সেই সময় এক সতীর্থ মারফত জানতে পারেন অসুস্থ হয়ে পড়েছেন স্বাস্থ্য ভবনের সামনে কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মী। সঙ্গে সঙ্গে ছুটে যান তাঁরা। প্রচন্ড শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল ওই মহিলা পুলিশকর্মীর। প্র্যোজন ছিল ইনহেলারের, কিন্তু কারও কাছেই ইনহেলার নেই। বাধ্য হয়ে সামনের একটি জমায়েতের মাইকে ঘোষণা করা হয় যদি কেউ একটি ইনহেলারের ব্যবস্থা করে দিতে পারেন। ভিড়ের মাঝ থেকেই কেউ একজন দিয়ে যান ইনহেলার। সেই ইনহেলারই প্রাণ বাঁচায় ওই পুলিশকর্মীর। তারপর দ্রুত অ্যাম্বুল্যান্সে করে অসুস্থ পুলিশকর্মীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশের পর ছ’দফা দাবি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান করেন জুনিয়র ডাক্তারেরা। রাজ্য সরকার ও আন্দোলনকারীদের তরফে কয়েক বার বার্তা আদানপ্রদান হলেও জট এখনও খোলেনি। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চলছে। পাশে দাঁড়িয়েছেন অজস্র মানুষ। শুকনো খাবার, জল, শরবত, ত্রিপল ইত্যাদি নিয়ে অবস্থানমঞ্চে এসেছেন তাঁরা।