বুধবার মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করতে চেয়ে আগেই ইমেল পাঠিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। অবশেষে উত্তর এলো। মুখ্যসচিব মনোজ পন্থ দেখা করবেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে, তাও আবার বুধবারের সন্ধ্যাতেই। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন। নবান্নের সভাঘরে ওই বৈঠক হবে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের মধ্যে ডাক্তারদের ৩০ জন প্রতিনিধিকে সেখানে পৌঁছে যেতে বলা হয়েছে।

ডাক্তারদের ইমেলের জবাবে মুখ্যসচিব বলেছেন, ‘‘বিভিন্ন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তা বিষয়ক আপনাদের যে দাবিদাওয়া রয়েছে, তা বিবেচনা করার জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যে টাস্ক ফোর্স গঠন করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন, দক্ষিণবঙ্গের অনেক জেলায় এই মুহূর্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মানুষের বৃহত্তর স্বার্থে আমরা আবার আপনাদের কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি এবং টাস্ক ফোর্সের বাকি সদস্যেরা আপনাদের ৩০ জন প্রতিনিধির সঙ্গে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নবান্নের সভাঘরে বৈঠকে বসব। আপনাদের ৬টা ১৫ মিনিটের মধ্যে নবান্নে পৌঁছে যেতে অনুরোধ করা হচ্ছে।’’

এত দিন যে পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না-অবস্থান চলছে তার মধ্যে চার এবং পাঁচ নম্বর দাবিই পরবর্তী সময়ের জন্যও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করেন আন্দোলনকারীরা। কারণ এই চার ও পাঁচ নম্বর দাবিতে জুড়ে রয়েছে চিকিৎসা পরিকাঠামোর উন্নতি থেকে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি। তাই বুধবার মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। অবশেষে সন্ধ্যায় হতে চলেছে সেই বৈঠক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here