অবশেষে ছুটি চাইলেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। মঙ্গলবারই তিনি ১৫ দিনের ছুটি চেয়ে আবেদন জমা দিয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আবেদিন গৃহীত হোক বা না হোক, আপাতত ন্যাশনাল মেডিক্যাল কলেজের দায়িত্ব নিচ্ছেন না সন্দীপ। সূত্রের খবর, ন্যাশনাল মেডিক্যাল কলেজের দায়িত্ব সামলাবেন পুরনো অধ্যক্ষ চিকিৎসক অজয় রায়।
মঙ্গলবার সন্দীপের ছুটি চাওয়ার খবর যখন প্রকাশ্যে আসে, তার ঘণ্টা খানেক আগেই কলকাতা হাই কোর্ট তাঁকে ছুটিতে যাওয়ার প্রচ্ছন্ন নির্দেশ দিয়েছে। সন্দীপকে আরজি কর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিক্যালে বদলির ঘটনাকে ‘পুরস্কার’ বলেও মন্তব্য করেন হাই কোর্টের প্রধান বিচারপতি। সোমবারই ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষ হিসাবে বদলি করা হয়েছিল সন্দীপকে।
তারপর থেকেই তাঁর নিয়োগ নিয়ে শুরু হয় বিতর্ক। সন্দীপকে অধ্যক্ষের ঘরে ঢুকতে দেবেন না জানিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন ন্যাশনার মেডিক্যাল কলেজের ছাত্র ছাত্রীরা। তালা বন্ধ করে দেন অধ্যক্ষের ঘর। অবশেষে আপাতত ন্যাশনালে আপাতত যাচ্ছেন না সন্দীপ।