১৩ জানুয়ারী থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ আরম্ভ হল। এটি ৪৫ দিন ধরে চলবে। ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে শাহি স্নানের মাধ্যমে শেষ হবে ২০২৫ সালের মহাকুম্ভ। জানেন স্বাধীন ভারতে প্রথম কুম্ভ কোথায় এবং কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? চলুন আজ এই সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

স্বাধীনতার আগেও, কুম্ভ, অর্ধকুম্ভ এবং মাঘ মেলা ব্রিটিশ সরকার দ্বারা আয়োজিত হত। এই সময়ে, ইংল্যান্ড থেকে অফিসাররা আসতেন, যারা মেলার ব্যবস্থাপনা দেখাশোনা করতেন। স্বাধীন ভারতে আয়োজিত প্রথম কুম্ভমেলা প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছিল ১৯৫৪। এই কুম্ভে ১২ কোটি মানুষ অংশগ্রহণ করেছিলেন।

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরু এবং রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদও এই কুম্ভে অংশগ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরু মৌনী অমাবস্যার দিন সঙ্গমের তীরে স্নান করেছিলেন। এই সময়, একটি হাতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর একটি দুর্ঘটনা ঘটে। জানা যায় যে এতে ৫০০ জন প্রাণ হারিয়েছিল। সেই থেকে কুম্ভে হাতির প্রবেশ নিষিদ্ধ হয়।

এই দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু শাহি স্নান উৎসবে ভিআইপিদের সঙ্গমে প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন। আজও, অর্ধকুম্ভ, কুম্ভ এবং মহাকুম্ভের প্রধান স্নান উৎসবে ভিআইপিদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here