
সরস্বতী জন্য অপেক্ষা করে থাকেন শিক্ষার্থীরা। খুদেদের কাছে এই দিনটি কিন্তু খুব বিশেষ। এই দিন সকল পড়ুয়ারাই কিন্তু উপোস করে মা সরস্বতীর অঞ্জলি দিয়ে থাকেন। চলতি বছর ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ সরস্বতী পুজো পড়েছে। বাংলা মাস অনুযায়ী ২০ মাঘ।
ফেব্রুয়ারি মাসের ২ তারিখ দুপুর ১২ টা ২৯ মিনিট থেকে শুভ সময় শুরু হচ্ছে, মানে পঞ্চমী তিথি শুরু হচ্ছে। যা চলবে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ সকাল ৯ টা ৫৯ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকছে।
আর এই শুভক্ষণেই কিন্তু সকলে বাগদেবীর পুজো করবেন। এই বিশেষ দিনে মা সরস্বতীর কৃপা পাবেন কারা। কাদেরই আর্থিকদিকে খুব লাভ করতে পারবেন। ভাগ্যের দ্বার খুলবে কাদের, জেনে নিন।
মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের সরস্বতী পুজো থেকে অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় আপনারা কোনও কাজে পিছিয়ে পড়বেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। এই সময় আপনি যদি চাকরির পরীক্ষা দেন, মা সরস্বতীর কৃপায় সেখানে সফলতা অর্জন করতে পারবেন।
এসময় নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন। এসময় যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করেন সেখানেও লাভের মুখ দেখবেন।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকদের পরিবেশ এসময় অনুকূলে থাকবে। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। তাছাড়া আপনি যদি লটারি কাটেন, সেখানেও সফলতা আসবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত। যেসব পড়ুয়ারা চাকরির চেষ্টা করছেন, তারা মা সরস্বতীর কৃপায় চাকরি পেয়ে যাবেন। এই সময় আপনার সন্তানের বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসময় তার জন্য অযথা চিন্তা করবেন না। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় আপনার মানসিক চাপও আগের থেকে অনেক কমবে।
মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকারা এই সময়ে মা সরস্বতীর বিশেষ কৃপা পাবেন। তাই এই বিশেষ দিন থেকে আপনার আর্থিকদিকে লাভ হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এই সময় বিবাহিত জীবনেও আপনি সুখী থাকবেন। সন্তানের সুখবরে আপনার মনে খুশি থাকবে। এসময় কোনও কাজে আপনি পিছিয়ে যাবেন না। দাম্পত্য অর্জন করতে পারবেন না। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। কোনও কাজে পিছিয়ে যাবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন।