কয়েক মাস পরেই পাকিস্তানে আসর বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আইসিসি’র এই প্রতিযোগিতা চলবে। কিন্তু ওয়াঘা বর্ডারের ওপারে কি খেলতে যাবেন বিরাট কোহলি-রোহিত শর্মা’রা, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অনেকেই মনে করছেন ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি’তে খেললেও, তারা নিজেদের ম্যাচগুলি নিরপেক্ষ মাঠে আয়োজন করতে পারে। তা আটকানোর জন্যই সচিন তেন্ডুলকর-সৌরভ গঙ্গোপাধ্যায়’দের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছেন প্রাক্তন পাক তারকা মঈন খান।
তিনি মনে করছেন, ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে পাঠানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন সচিন-সৌরভের মতো কিংবদন্তি তারকারা। তাই তাদের কাছেই নিজের বক্তব্য পেশ করতে চলেছেন মঈন। সম্প্রতি, পাকিস্তানের এক ওয়েবসাইট’কে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, “ভারতের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব ও রাহুল দ্রাবিড়’রা বিসিসিআই-কে বলুক, ক্রিকেট থেকে রাজনীতি দূরে রাখতে। দুই দেশের রাজনৈতিক ইস্যু ক্রিকেটে বাধা হয়ে দাঁড়াতে পারে না। ফ্যানরা পাকিস্তানের মাটিতে ভারত ও পাকিস্তানের খেলা দেখতে পছন্দ করবে। এতে শুধু পাকিস্তানই লাভবান হবে না, ক্রিকেট বিশ্বের কাছেও একটা বড় বার্তা যাবে।”
২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব ঘরে তুলেছিল পাকিস্তান। এরপর থেকে আইসিসি’র এই ৫০ ওভারের টুর্নামেন্ট আয়োজিত হয়নি। দীর্ঘ ৮ বছর পর এই টুর্নামেন্ট আইসিসি’র ক্যালেন্ডারে ফিরলেও ভারতীয় দল পাকিস্তানে আদৌ খেলতে যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।