বাজেটে গুরুত্ব পাবে কৃষি, মহিলা এবং যুবসমাজ একথা আগেই জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কথা রাখলেন তিনি। তবে হ্যাঁ, অর্থমন্ত্রী বড় ঘোষণা করলেন বটে, কিন্তু সেটা সাধারণ কৃষকদের মুখে কতটা হাসি ফোটাতে পারবে তো নিয়ে ঘোর সংশয় রয়েছে।
এদিন নির্মলার বাজেট কৃষকদের নিয়ে বড় ঘোষণা হল পিএম ধনধান্য কৃষি যোজনা। অর্থমন্ত্রী জানিয়েছেন, মোট ১০০টি জেলার ১ কোটি ৭০ লক্ষ কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন। রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে ওই ১০০টি জেলায় কৃষি উন্নয়নে কাজ করবে কেন্দ্র।
নির্মলার ব্যাখ্যা, মোট ১০০টি এমন জেলাকে চিহ্নিত করা হবে যে জেলায় উৎপাদনের হার কম। ওই জেলাগুলির পরিবেশ পরিস্থিতি বুঝে আলাদা আলাদা ফসল চিহ্নিত করা হবে। কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। ফসল বিক্রির ব্যবস্থা করা হবে। প্রক্রিয়াকরণও হবে ওই জেলাগুলিতেই। অর্থমন্ত্রীর দাবি, ১.৭ কোটি কৃষকের জীবন বদলে যাবে এই প্রকল্পে।
এছাড়া কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের সর্বোচ্চ সীমা ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। ডেয়ারি এবং ফিশারি শিল্পের জন্য ৫ লক্ষ পর্যন্ত ঋণ দেওয়া হবে। তুলো চাষিদের জন্য আলাদা তুলো উৎপাদন মিশন, মৎস্যজীবীদের জন্য স্পেশাল ইকোনমিক জোন তৈরির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নির্মলা সীতারমণ এদিন জানিয়েছেন, ডাল উৎপাদনে আগামী ৬ বছরে আত্মনির্ভর হবে ভারত। বিহারের জন্য আলাদা মাখানা বোর্ড ঘোষণা করা হয়েছে।