আরজিকরকাণ্ডে সিবিআই তদন্তেরই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এই নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের নির্দেশে রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে। শুধু তা-ই নয়, যে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ, তা-ও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে।
আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক খুনের ঘটনায় ইতিমধ্যেই বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। তার থেকে একথা স্পষ্ট যে ওই মহিলা চিকিৎসকের উপর অকথ্য অত্যাচার করে খুন করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় এক জন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তার প্রমাণ মেলেনি।
উল্লেখ্য, গত শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চার তলায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। খুন এবং ধর্ষণের অভিযোগ তুলে আন্দোলনে শামিল হন আরজি করের জুনিয়র চিকিৎসকেরা। পরে সেই আন্দোলনে যোগ দেন অন্যান্য চিকিৎসকেরা। বর্তমানে আন্দোলন রাজ্যের সকল হাসপাতালের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ছড়িয়ে পড়েছে।
আরজিকরের নক্কারজনক ঘটনার প্রেক্ষিতে হাইকোর্টে বেশ কিছু জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। মামলার প্রধান দাবি ছিল সিবিআই বা কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করানো। অবশেষে মঙ্গলবার নির্দেশের পর তাই হতে চলেছে আরজিকরের তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুতদন্তে।