আমাদের প্রত্যেকেরই এক একটি নির্দিষ্ট রক্তের গ্রুপ রয়েছে। গবেষণা বলছে সেই রক্তের গ্রুপের উপরই নির্ভর করছে কোন রোগে আক্রান্ত হতে পারেন আপনি। বিজ্ঞান বলে, প্রতিটি রক্তেরই কিছু অনন্য বৈশিষ্ট্য আছে। রক্তের যে লোহিত কণিকা আছে তার গায়ে আছে নানা ধরনের অ্যান্টিজেন।এই অ্যান্টিজেন প্রতিটি রক্তের গ্রুপকে বিশেষ একটি রোগের বিরুদ্ধে সুরক্ষা দিয়ে থাকে। তবে একইভাবে অন্য কোনো একটি রোগের প্রতি দুর্বলও করে তোলে।

আসুন জেনে নিই কোন গ্রুপের রক্তবহনকারীকে কোন কোন রোগ থেকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

১. অগ্ন্যাশয়ের ক্যান্সারঃ এ গ্রুপের রক্তধারীদের অগ্ন্যাশয়ের ক্যান্সার হওয়ার ঝুঁকি ৩২% আর এবি গ্রুপের রক্তধারীদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৫১%। ও গ্রুপের রক্তধারীদের অগ্ন্যাশয়ের ক্যান্সার হওয়ার ঝুঁকি কম।

২. গ্যাস্ট্রিক ক্যান্সারঃ ‘এ ‘ গ্রুপের রক্তধারীদের ব্যক্তিদের ক্ষেত্রে গ্যাস্ট্রিক ক্যান্সার ঝুঁকি অনেক বেশি। তবে ও গ্রুপের রক্তধারী লোকদের গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই কম।

৩. স্মৃতির দুর্বলতাঃ এবি গ্রুপের রক্তধারীদের শেষ বয়সে গিয়ে স্মৃতির দুর্বলতা দেখা দিতে পারে। এবি গ্রুপের রক্তের জমাট বাধা এবং রক্তের প্রোটিনজনিত কিছু সমস্যার কারণে স্মৃতির এই সমস্যা হয় বলে জানা গেছে।

৪. মানসিক চাপঃ ‘এ’ এবং ‘ও’ গ্রুপের রক্তধারী ব্যক্তিরা মানসিক চাপ সহজে মোকাবিলা করতে পারেন না।কারণ, এ গ্রুপের রক্তধারীদের দেহে কর্টিসোল হরমোনের নিঃসরণ হয় বেশি। তবে ও গ্রুপের রক্তধারীদের দেহে কর্টিসোল নিঃসরণ হয় কম। কিন্তু মানসিক চাপের সময় তাদের দেহে অতিরিক্ত অ্যাড্রেনালিন নিঃসরণ ঘটে। যে কারণে তারা তাদের সিস্টেমে থাকা কোনো কর্টিসোল পরিষ্কার করতে পারেন না। ফলে তারাও মাননিসক চাপ মোকাবিলা করতে পারে না সহজে।

৫. হৃদরোগঃ এবি বা বি রক্তের গ্রুপযুক্ত ব্যক্তিদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে প্রবল। তবে যাদের ও গ্রুপের রক্ত তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে।

৬. রক্ত জমাট বাধাঃ এ ও বি গ্রুপের রক্তের অধিকারীদের এই সমস্যা হওয়ার ৩০% ঝুঁকি থাকে। এবি গ্রুপের রক্ত আছে যাদের তাদের রক্ত জমাট বাধার ঝুঁকি ২০%। এ থেকে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হতে পারে। তবে যাদের রক্তের গ্রুপ ‘ও’ তাদের রক্ত জমাট বাধার ঝুঁকি কম।

৭. আলসারঃ যাদের রক্তের গ্রুপ ও তাদের অন্য আর যে কারুর চেয়ে আলসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। ও গ্রুপের রক্তধারীদের পাকস্থলীর আলসার হওয়ার ঝুঁকি বেশি থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here