রাশিভেদে আরাধ্য দেবতারাও কোনও মানুষের ভালো কর্মের কারণে রাশিচক্রের প্রতি সদয় থাকেন। সোমবারকে ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শিবের উপাসনা করলে তার বিশেষ কৃপা হয়। কথিত আছে যে শিবের কৃপায় জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। যদিও মহাদেব তাঁর প্রতিটি ভক্তের কষ্ট দূর করেন বলে বিশ্বাস করা হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এমন কিছু রাশির উল্লেখ রয়েছে, যে রাশির জাতক জাতিকারা জন্ম থেকেই ভগবান শিবের আশীর্বাদপ্রাপ্ত হন।

মেষ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির অধিপতি মঙ্গল। বিশ্বাস করা হয় যে মঙ্গলকে কৃপায় এই রাশির জাতকরা জীবনে শিবের বিশেষ আশীর্বাদ পান। এমনটা বিশ্বাস করা হয় যে মেষ রাশির জাতক জাতিকারা যদি সোমবার যথাযথভাবে ভগবান শিবের পূজা করেন এবং শিবলিঙ্গে অভিষেক করেন তাহলে তাঁদের জীবনের সমস্ত ঝামেলা দূর হয়ে যায়।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃশ্চিক রাশির অধিপতিও হলেন মঙ্গল। মনে করা হয় যে এই রাশির জাতকদের উপর শিবের বিশেষ কৃপা রয়েছে। এই রাশির জাতক জাতিকারা যদি প্রতি সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করে অভিষেক করেন তাহলে মহাদেবের কৃপায় সমস্ত ঝামেলা দূর হতে পারে।

মকর রাশি

মকর রাশি ভগবান শিবের অন্যতম প্রিয় রাশি। এই রাশির অধিপতি হলেন শনিদেব। পুরাণ অনুযায়ী মহাদেব হলেন শনিদেবের গুরু। তাই মকর রাশির জাতকদের ওপর শিবের বিশেষ কৃপা তাঁকে। সেই সঙ্গে বিশ্বাস করা হয় যে এই রাশির জাতকরা সোমবার শিবলিঙ্গে বেলপত্র, গঙ্গাজল, দুধ নিবেদন করলে তাদের সব সমস্যা দূর হয়।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির অধিপতিও শনিদেব। এই কারণেই শনিদেবের বিশেষ কৃপায় এই রাশির জাতকরাও ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে সক্ষম হয়। কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি শিবের উপাসনা করেন, তাহলে তাঁরা সহজেই জীবনের সব বাধা বিপত্তি পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here