আগামী বছর অর্থাৎ ২০২৫’র শুরু দিকেই হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)।এই বিষয় প্রস্তুতি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে এই বৈঠক হবে।

রাজ্যের তরফে সোমবার ওই বিজ্ঞপ্তি জারি করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। তাতেই জানানো হয়েছে, শুক্রবার আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে এই প্রস্তুতি বৈঠক হতে চলেছে।

নির্ধারিত সূচি মেনে আগামী বছর ফেব্রুয়ারি মাসের ৫-৬ তারিখে নিউ টাউনে অনুষ্ঠিত হতে চলেছে বিজিবিএস। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে সম্মেলনের সূচনা হবে। দু’দিনের এই সম্মেলনে থাকবে একাধিক বাণিজ্য বিষয়ক বৈঠক, দেশীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এবং প্রদর্শনী। একই সঙ্গে অনুষ্ঠান চলবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণেও।

গত বছরের ২১ এবং ২২ নভেম্বর বিজিবিএস-এর আয়োজন করেছিল রাজ্য সরকার। সে বার তিন বছরে ২০ হাজার কোটি টাকা লগ্নির প্রতিশ্রুতি দিয়েছিলেন শিল্পপতি মুকেশ অম্বানি। এর পর চলতি বছরে বিজিবিএস-না করার সিদ্ধান্ত নেয় রাজ্য। তার পরিবর্তে পুজোর আগে ‘বিশ্ব বাংলা শপিং ফেস্টিভ্যাল’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তা ছাড়া, পশ্চিমবঙ্গ সরকার বরাবরই দাবি করে এসেছে, লগ্নির সেরা গন্তব্য এ রাজ্যই। ফলে আগামী বছরের ফেব্রুয়ারির ওই সম্মেলনকে মাথায় রেখে প্রস্তুতিতে খামতি রাখতে চাইছে না নবান্ন।

সরকারি সূত্রে খবর, বড়, ক্ষুদ্র-ছোট-মাঝারি, পরিকাঠামো, বিদ্যুৎ, স্বাস্থ্য, পর্যটন, পরিবহণ, চলচ্চিত্র ইত্যাদি ক্ষেত্র ভাগ করে আগেই কয়েকটি সেক্টর কমিটি গড়া হয়েছে। প্রতিটি কমিটিতে রয়েছেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরাও। নিয়মিত সেই কমিটিগুলির বৈঠক হওয়ার কথাও শোনা গিয়েছে। আগামী বৈঠকেও প্রত্যেকের সঙ্গে কথা বলে সম্মেলনের লক্ষ্য স্থির করে দফতরভিত্তিক উপস্থাপনাগুলি তৈরির কাজ শুরু হতে পারে। শিল্প এবং পরিকাঠামো বিনিয়োগকারীদের জন্য কী ভাবে প্রস্তুত থাকছে, সেই নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। ইতিমধ্যে পাওয়া লগ্নির প্রস্তাবগুলির বাস্তবে কী পর্যায়ে রয়েছে, তা-ও খতিয়ে দেখতে পারে নবান্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here