ভারতের সেমিফাইনাল হারের পর হতাশ তামিলনাড়ু

যুব হকি বিশ্বকাপের খেতাবি লড়াই থেকে ভারতীয় দল ছিটকে যাওয়ার পর চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণাণ স্টেডিয়াম যেন ভাঙ্গা হাট। এই হার মন থেকে মেনে নিতে পারছেন না অনেকেই। ভলেন্টিয়ারদের মধ্যেও কোথাও যেন উদ্দমের অভাব দেখা যাচ্ছে।

আসলে ঘরের মাঠে ২০১৬ সালের পর ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ন হবার সুযোগ এসেছিল ভারতের সামনে। সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়াটা তাই মন থেকে মেনে নেওয়া কঠিন। তবে ভারতের এই হার, তরুণ দলকে আগামী দিনে অনেক কিছু শেখাবে তা এখনই বলা যায়। ভারতীয় যুব দলের কোচ পি আর শ্রীজেশ-ও একই কথাই বলেছেন। মেয়াদ শেষে তিনি জানিয়েছেন, তাঁর ছেলেরা নিজেদের মতো করে চেষ্টা করলেও জার্মানের বিরুদ্ধে সেই লড়াই যথেষ্ট ছিল না। পাশাপাশি পরিকল্পনা যে ঠিক মতো কাজে লাগাতে পারেনি তরুণ দল তাও জানিয়েছেন শ্রীজেশ। তাঁর কথায়, “জার্মানির বিরুদ্ধে যে পরিকল্পনা করা হয়েছিল তার প্রতিফলন মাঠে ঠিক মতো করতে পারেনি ছেলেরা। এরা এখনো শিখছে, আগামী দিনে এই ভুলগুলো থেকেই শিক্ষা নেবে। ওরা যেমন শিখছে আমিও কোচ হিসাবে শিখছি। আমি সদ্যই অবসর নিয়ে কোচিং-এ এসেছি। আমার নিজের অনেক কিছু শেখার আছে। আমি আশা রাখি আগামী দিনে এই দলটাই দেশকে গর্বিত করবে।”

অপরদিকে জার্মানির কোচ বলেছেন, “ভারত ভাল লড়াই দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ওদের খেলার ধরন সম্পর্কে আমরা অনেক বিশ্লেষণ করেছি এবং সেই মতো প্রস্তুতি নিয়েছি। প্রথম দুটো কোয়াটার ডিফেন্স করে মূলত তৃতীয় কোয়ার্টার এবং চতুর্থ কোয়ার্টারে ভারত প্রতিপক্ষের উপর চেপে বসার চেষ্টা করে। আমাদের তাই লক্ষ্য ছিল প্রথম দিন কোয়াটারে বড় ব্যবধানে লিজ নিয়ে নেওয়া। আমরা সেই কাজে সফল হয়েছি।”

তৃতীয় স্থান অর্জনকারী ম্যাচে ভারতীয় দল মুখোমুখি হবে আর্জেন্টিনার। দেশের হকিপ্রেমীদের একটাই ইচ্ছে ঘরের মাঠে হওয়া বিশ্বকাপে অন্তত ব্রোঞ্জ পদক অর্জন করুক ভারতীয় দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here