প্রায় প্রত্যেকের হেঁশেলেই তেঁতুল রয়েছে। যদিও আমরা বিভিন্ন প্রকার চাট হোক কিংবা ফুচকা— খাওয়ার সময়ে খাবারের স্বাদ বৃদ্ধি করতে তেঁতুলের ব্যবহার করে থাকি। তবে অনেক সময়ে দীর্ঘ দিন ধরে ফ্রিজে পড়ে থেকে থেকে তেঁতুল খারাপ হয়ে গেলে ফেলে না দিয়ে বাড়ির আরও বিভিন্ন কাজে কিন্তু কাজে লাগাতে পারেন তেঁতুল। জেনে নিন, বাড়িতে তেঁতুল থাকলে কোন কোন কাজ সহজেই সেরে ফেলতে পারেন।
১) বাসন চকচকে করতে তেঁতুল কিন্তু বেশ কাজের। তবে অনেক সময় বাসনের তেল চিটচিটে ভাব কিছুতেই যেতে চায় না, তেঁতুলের সাহায্যে সেই সমস্যারও সমাধান সম্ভব।
২) হেঁশেলে মাছির উপদ্রব হলে তেঁতুলের অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ ও গন্ধ পোকামাকড় তাড়াতেউপকারী।
৩) ত্বকের যত্নেও সাবানের বিকল্প হিসাবেও কিন্তু তেঁতুল কাজে লাগাতে পারেন।
৫) খুশকির সমস্যা দূর করতেও মাথার ত্বকে তেঁতুলের ক্বাথ ভাল করে ঘষে নিয়ে শ্যাম্পু করে নিন।