পরাস্ত বাংলা। সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে বরোদার কাছে আত্মসমর্পণ করলেন মহম্মদ শামি-শাহবাজ আহমেদরা। ১৭৩ রান চেজ করতে নেমে ১৩১ রানে শেষ হয়ে গেল বাংলা। এই সুবাদে ৪১ রানে জিতে হাসি মুখে মাঠ ছাড়লেন হার্দিক পান্ডিয়া-ক্রুনাল পান্ডিয়ারা।

মুস্তাক আলিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠেনি বাংলা। প্লে-অফে চণ্ডীগড়কে টান টান ম্যাচে ৩ রানে হারায় তারা। সেই ম্যাচে ব্যাটে-বলে নায়ক ছিলেন শামি। তবে আজকের ম্যাচে শামির পাশাপাশি নজর ছিল হার্দিকের উপরও। যদিও শেষ হাঁসি হাসতে পারেননি বাংলার পেসার।

এ দিনের ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। ব্যাট করতে নেমে বরোদার জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার শাশ্বত রাওয়াত ও অভিমন্যু সিং। ৯.৪ ওভারে ৯০ রানের জুটি বাঁধেন তাঁরা। নতুন বল কাজে লাগাতে পারেননি শামি, কণিষ্ক শেঠরা। ফলে উইকেটের পতন হতে বেশ খানিকটা সময় চলে যায়। শাশ্বত ৪০ ও অভিমন্যু ৩৭ রান করেন। তিন নম্বরে নেমে বড় রান পাননি হার্দিক। ১০ রান করে আউট হন তিনি। অধিনায়ক ক্রুণাল করেন ৭ রান। এই সুবাদে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময় ১৭২ রান করে বরোদা।

২০ ওভারে ১৭৩ রানের টার্গেটও চাপে ফেলে দেয় বাংলাকে। ঋত্বিক রায় চৌধুরী(২৯) এবং শাহবাজ আহমেদ(৫৫) ছাড়া কেউই সে ভাবে ব্যাটিং করতে পারেননি। অন্যদিকে হার্দিক, লুকমান মেরিওয়ালা এবং অজিত শেঠ তিনটি করে উইকেট নেন। একটি উইকেট নেন অভিমন্যু সিং রাজপুত। বরোদার বিধ্বংসী বোলিংয়ের সামনে ১৩১ রানে দশ উইকেটের পতন হয় বাংলার। ৪১ রানে হার হজম করে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here