চাণক্য নীতি অনুযায়ী ছাত্র-ছাত্রীদের জীবন অমূল্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজের বিদ্যার্থী জীবনের গুরুত্ব অনুধাবন করা উচিত প্রত্যেকটি পড়ুয়াকে।
আচার্য চাণক্য মতে পড়ুয়াদের অবশ্য পালনীয় কর্তব্য
সময়ের মধ্যে কাজ পূর্ণ করুন
চাণক্য নীতি অনুযায়ী যে কোনও কাজ পূর্ণ করার একটি নির্দিষ্ট সময় থাকে। তাই পড়ুয়াদের নিজের সমস্ত কাজ সঠিক সময়ের মধ্যে করার উপদেশ দেন আচার্য চাণক্য।
শৃঙ্খলাবদ্ধতা
শৃঙ্খলাবদ্ধতার বিষয় ছাত্রদের সঠিক ধারণা থাকা উচিত। প্রত্যেকটি ছাত্রকে শিক্ষা জীবনে অনুশাসনের গুরুত্ব বোঝা উচিত। যে পড়ুয়ারা অনুশাসন ও শৃঙ্খলাবদ্ধতার গুরুত্ব স্বীকার করেন, তাঁদের সাফল্য লাভের জন্য অধিক সংঘর্ষ করতে হয় না। এমন ছাত্ররা সহজে নিজের লক্ষ্য লাভ করতে পারেন।
কুসঙ্গ এড়িয়ে যান
কুসঙ্গে ফাঁদে পড়লে জীবনের গুরুত্বপূর্ণ সময়ের অপচয় হয়। আচার্য চাণক্য জানাচ্ছেন যে, ছাত্রদের সবসময় কুসঙ্গ এড়িয়ে যাওয়া উচিত। কারণ কুসঙ্গ পড়ুয়াদের জীবন ধ্বংস করে দেয়। ছাত্রজীবনের ওপর বন্ধুদের সঙ্গ বিশেষ প্রভাব ফেলে। এমন পরিস্থিতিতে ছাত্রদের খাঁটি ও সৎ বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা উচিত।
আসক্তি ত্যাগ করুন
আচার্য চাণক্য বলেন, পড়ুয়াদের নেশার আসক্তি থেকে দূরে থাকা উচিত। বদঅভ্যাস সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। পাশাপাশি যে কোনও ধরনের আসক্তি বিশেষত মাদকাসক্তি শরীর, মন ও অর্থ ধ্বংস করে। এ ছাড়াও এর ফলে মান-সম্মানহানি হয়। নানান সমস্যায় জীবন জড়িয়ে যায়। মাদকাসক্তি বা কুঅভ্যাস কেরিয়ার ধ্বংস করতেও বিলম্ব করে না।
আলস্য ত্যাগ করুন
চাণক্য নীতি অনুযায়ী আলস্য পড়ুয়াদের সবচেয়ে বড় শত্রু। তাই আলস্য ত্যাগ করা উচিত। আচার্য চাণক্য জানান যে, একবার লক্ষ্য নির্ধারণ করার পর, তা পূরণের জন্য দিন-রাত এক করে দেওয়া উচিত। সাফল্য লাভ না-করার জন্য সেই লক্ষ্যই হতে হবে পড়ুয়াদের ধ্যান-জ্ঞান।