এ’বছর ২৯ অক্টোবর, মঙ্গলবার ধনতেরাস উদযাপিত হবে৷ এদিন সকাল ১০.৩১ মিনিটে এই তিথি শুরু হয়ে শেষ হবে ৩০শে অক্টোবর ১.১৫ মিনিটে। এই উৎসবকে সম্পদ এবং সমৃদ্ধির কারণ হিসাবে বিবেচনা করা হয়। এই দিন বহু মানুষ সোনা রুপো কেনেন। এতে প্রসন্ন হন মা লক্ষ্মী। কিন্তু জানেন কি মাত্র ৫ টাকা খরচ করলেই আপনার উপর আশীষ বর্ষিত হবে কমলাসনার আশীর্বাদ।

ধনতেরাসের দিন কিছুটা পরিমাণ ধান বা চাল কিনতে পারেন। আতপ চাল কিনলে আরও ভাল ফল পাবেন। সেই আতপ চালের পায়েস তৈরি করে মা লক্ষ্মীকে নিবেদন করলে দেবী প্রসন্ন হবেন। সংসারে শ্রীবৃদ্ধি হবে।

যে কোনও মাঙ্গলিক কাজে হলুদের ব্যবহার করা হয়। ধনতেরাসের দিন পাঁচ টাকা খরচ করে কিছুটা পরিমাণ হলুদ কিনুন। সেই হলুদ লক্ষী ও কুবেরের পুজোর সময় ধনদেবীর চরণে রাখুন। আপনার জীবনে সুখ সমৃদ্ধির অভাব হবে না।

ধনতেরাসের দিন এক প্যাকেট নুন কিনে বাড়িতে নিয়ে আসুন। সেই নুনকে একটি কাচের পাত্রে রাখুন। সাংসারিক শ্রীবৃদ্ধি ঘটার পাশাপাশি গ্ৰহ দোষ কাটবে এই উপায়ে।

ধনেকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। ধনতেরাসের দিন কিছুটা গোটা ধনে কিনে আনুন। এক মুঠো লক্ষ্মী দেবীর চরণে দিয়ে বাকিটা বাড়ির টবে ছড়িয়ে দিন। গোটা ধনে খুব তাড়াতাড়ি বাড়ে। এর থেকে অল্পদিনেই যে চারা বেরোবে তা আপনার বাড়িতে পজিটিভ শক্তি বয়ে আনতে পারে।

কড়ি মা লক্ষ্মীর প্রিয়। ধনতেরাসে বাড়িতে কয়েকটি কড়ি কিনে নিয়ে আসুন। বাড়ির সিংহাসনে মা লক্ষীর সামনে ঝাঁপি থাকলে সেখানে কয়েকটি কড়ি রেখে দিন। কিন্তু তার আগে সামান্য কেশর ও হলুদের মিশ্রণের জলে কড়িগুলো ভিজিয়ে রাখুন। তারপর কয়েকটি লক্ষ্মীকে দিন এবং বাকিগুলো একটি লাল কাপড়ে বেঁধে আপনার কর্মস্থল, পড়াশোনার জায়গা ও ব্যবসা প্রতিষ্ঠানে রাখুন। সুখ সমৃদ্ধি উপচে পড়বে মা লক্ষ্মীর কৃপায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here