এই মুহূর্তে ডুরান্ড কাপ নিয়ে ফুটবলপ্রেমী বাঙালির উত্তেজনা চরমে। ৮ অগস্ট, বৃহস্পতিবার মোহনবাগান সুপার জায়েন্টের মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়ান এয়ারফোর্স। ফলে খেলার টিকিট পাওয়া নিয়ে বাড়ছে উত্তেজনার পারদ। এর মধ্যেই টিকিট নিয়ে নতুন খবর জানাল মোহনবাগান ক্লাব।

ক্লাবের পকাশ থেকে জানানো হয়েছে ২০২৩-২৪ মরসুমে ক্লাবের যে সদস্যরা কার্ড রিনিউ করেছেন তাদের জন্য বিশেষ টিকিটের ব্যবস্থা করা হয়েছে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নীতি মেনে বিতরণ করা হবে মোহনবাগান-ইন্ডিয়ান এয়ারফোর্স ম্যাচের টিকিট। মোহননবাগান কর্তৃ পক্ষ জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত টিকিট থাকবে ততক্ষণ তা বিতরণ করা হবে। ক্লাবের পুরনো সদস্য যারা কার্ড রিনিউ করেননি তাঁরা এই কমপ্লিমেন্টারি টিকিটের সুবিধা পাবেন না। একটি কার্ডে একটিই দেওয়া হবে।

টিকিট বিতরণ শুরু হবে ৭ অগস্ট বুধবার দুপুর দুটো থেকে, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। টিকিট দেওয়া হবে মোহনবাগান তাঁবুতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here