উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পাশে মহারাজ, ২৫ হাজার মানুষের মুখে অন্ন তুলে দিতে কাজ শুরু সৌরভের

কৌশিক চক্রবর্তী

কলকাতা

বরাবর বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনার সময় ইসকনের মাধ্যমে ত্রাণ পাঠিয়েছিলেন বিভিন্ন জায়গায়। গতবছর জঙ্গলমহলে বন্যার সময়ও মহারাজের তরফ থেকে ত্রাণ ণ পৌঁছে গিয়েছিল। এ বার সৌরভ গঙ্গোপাধ্যায় ত্রাণ ণ পাঠাচ্ছেন বন্যা বিপর্যয়ে জর্জরিত উত্তরবঙ্গে।

উত্তরবঙ্গের জনজীবন বিধ্বস্ত। মারা গিয়েছেন বহু মানুষ। সরকারি হিসেবে সংখ্যাটি ২৮ হলেও স্থানীয় সূত্রে খবর মারা গিয়েছেন তারও বেশি। থমকে গিয়েছে উত্তরবঙ্গের সাধারণ মানুষের জীবন, এই বিপর্যয় কাটিয়ে সবুজে ঘেরা পাহাড়ি জনপদকে বেরিয়ে আসতে সময় লাগবে বিস্তর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের প্রত্যেকের জন্য আর্থিক অনুদানের ঘোষণা করেছেন। এছাড়াও বিভিন্ন মহল থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এ বার সেই তালিকায় যুক্ত হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম।

মহারাজ জানিয়েছেন তিনি নিজে ত্রাণ সামগ্রী পাঠাবেন ইসকনের মাধ্যমে। মূলত এই সামগ্রীর মধ্যে থাকবে চাল, ডাল এবং খাওয়ার জল। সৌরভ নিজে তো পাঠাচ্ছেন-ই তার সঙ্গে আরও দুই বেসরকারি সংস্থা’কে বলেছেন উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য। প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন, “উত্তরবঙ্গের যা পরিস্থিতি তাতে সাধারণ মানুষের জনজীবন বিপন্ন। আমি ইসকনের মাধ্যমে ত্রাণ সামগ্রী পাঠাবো। এর মধ্যে থাকবে চাল, ডাল এবং পানীয় জল। এ ছাড়া দু’টি সংস্থাকেও বলেছি পাঠাতে, ওরাও পাঠাবে। এতে ২৫ হাজার মানুষ উপকৃত হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here