
নিজস্ব প্রতিবেদন, ১৩ সেপ্টেম্বর: সিএবি’তে শেষ হতে চলেছে রাজ জমানা। ১৪ সেপ্টেম্বর পরবর্তী সভাপতি হওয়ার জন্য মনোনয়ন জমা দেবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সর্বোচ্চ আসনে সৌরভের দায়িত্ব নেওয়া স্রেফ সময়ের অপেক্ষা। ২২ নভেম্বরের পর থেকে সিএবি’তে সভাপতি হিসেবে মহারাজের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগে দেখে নেওয়া যাক শেষ তিন বছরে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের জামানায় কী পেল বাংলা ক্রিকেট।
১. সিএবি-র সভাপতি পদে বসে শুধু পরিকল্পনা করেই কখনও থমকে থাকেননি। নিজের মস্তিষ্কপ্রসূত বেঙ্গল প্রো টি-২০ লিগকে সূর্যের আলো দেখান নিজের সময়কালেই। স্টারের মতো সংস্থা’কে এনে করান সম্প্রচার।
২. স্নেহাশিসের সময়েই শুরু হয় মহিলা ক্লাব ক্রিকেট। এই সময়ে শুরু হয় মহিলাদের স্কুল ক্রিকেট-ও। এ ছাড়া
৩. জেলায় অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৫ একদিনের টুর্নামেন্ট শুরু হয় স্নেহাশিসের সময়কালে।
৪. বন্ধ হয়ে যাওয়া পি সেন ট্রফি শুরু হয় রাজ জমানাতেই।
৫. এই সময়েই শুরু হয় বন্ধ হয়ে যাওয়া ইউনিভার্সিটি ক্রিকেট।
৬. রাজ-জামানায় প্রথম বার অক্টোবর থেকে শুরু হয় ঘরোয়া ক্রিকেট মরসুম। অক্টোবর থেকে জুন, টানা ন’মাস চলে ঘরোয়া মরসুম।