শীতকাল হোক বা বর্ষাকাল ত্বকের সমস‌্যা লেগেই থাকে, তবে সামনেই আসছে পুজো। তাই রীতিমতো পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে এই সময়ে ত্বকের যত্ন আলাদা করে নেওয়া খুবই দরকার। আর সকলেই কোমল ও জেল্লাদার ত্বক পেতে খুবই পছন্দ করেন। কিন্তু সমস‌্যার বিষয় হল এই বর্ষাতেও ত্বকে র‌্যাশ, ফুসকুড়ির সমস‌্যা দেখা যায়।

আর কিছুতেই যেতে চায় না সেই দাগ। এমনটা হলে যে পুরো সাজটাই মাটি। তবে সেই দাগ তোলার উপায় কিন্তু আছে! আপনি চাইলে ঘরোয়া বেশ কিছু উপায়েই নিরাময় করতে পারবেন এই সমস‌্যা।

সমস‌্যা সমাধানের পদ্ধতি

ক্ষতচিহ্ন নিয়মিত ঠান্ডা জলে ধোয়া প্রয়োজন। তা ত্বকের ওই নির্দিষ্ট অংশের রক্তের প্রবাহ কমিয়ে দেয়। আর হাতের কাছে সবথেকে দরকারি উপাদান হল নারকেল তেল। তেল ত্বকের ওই অংশকে আর্দ্র করে তোলে। আর একটি উপাদান হল চা ছেঁকে ফেলার পর পড়ে থাকা পাতা ঠান্ডা জলে ধুয়ে তারপর সেই জিনিসটি ক্ষতস্থানে ব‌্যবহার করুন। পারলে স্নানের সময়ে হালকা গরম জলে ভিনিগার মিশিয়ে স্নান করকতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here