বাঙালি হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে, কালীপুজোর একদিন পরে পালন করা হয় ভ্রাতৃদ্বিতীয়া। এই দিন মূলত ভাইয়েদের মঙ্গলকামনা করে তাঁদের দই-চন্দনের ফোঁটা দেন বোনেরা এবং ভাইরা তাঁদের বোনেদের চীরজীবন সমস্ত বিপদ থেকে রক্ষার প্রতিশ্রুতি দেয়।

তবে অনেকে ক্ষেত্রে বোনেরা ভাইফোঁটায় ভাইকে ফোঁটা দেওয়ার পর তাঁর হাতে নারকেল দেন।

জানেন এই রীতি পালন করার কারণ কী?

ভাঁইফোটার সকালে বোনেরা উপবাসী থেকে প্রথমে তাদের ভাইদের তিলক লাগান, তারপরে ভাইদের হাতে তুলে দেন নারকেল। এরপর উপবাস ভাঙেন এবং খাবার গ্রহণ করেন। এই দিনে নারকেল দেওয়ার পিছনে কারণ হল যমকে তার বোন যমুনাও নারকেল দিয়েছিলেন এবং যমুনা বিশ্বাস করেছিলেন যে নারকেল তার ভাই যমকে তার কথা মনে করিয়ে দেবে। এই দিনে বোনেরা তাদের ভাইদের সুস্বাস্থ্য কামনা করে তাদের হাতে লাল সুতো বাঁধেন, তাদের কপালে চন্দনের টিকা লাগান এবং নারকেল দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here